Hooghly News: মর্মান্তিক! মুহূর্তেই শেষ হয়ে গেল ১৭-র তরতাজা প্রাণ, মৃত্যুর কোলে ঢলে পড়ল কিশোর
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
বছর ১৭-র ওই কিশোর হরিণখোলা একটি গ্যারেজে কাজ করত । বৃহস্পতিবার কাজ করার সময় লরির চাকায় হওয়া দিতে গিয়ে চাকা ফেটে মৃত্যু হয় কিশোরের।
হুগলি: লরির চাকায় হাওয়া দিতে গিয়ে চাকা ফেটে মৃত্যু হল এক কিশোরের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে আরামবাগের হরিণখোলা এলাকায়। মৃত ওই কিশোরের নাম নারায়ণ মাঝি। বছর ১৭-র ওই কিশোর হরিণখোলা একটি গ্যারেজে কাজ করত । বৃহস্পতিবার কাজ করার সময় লরির চাকায় হওয়া দিতে গিয়ে চাকা ফেটে মৃত্যু হয় কিশোরের।
স্থানীয় সূত্রে খবর, আরামবাগের হরিণখোলা এলাকায় একটি গাড়ি সরানোর দোকানে কাজ করত বছর ১৭-র কিশোর নারায়ণ মাঝি। প্রতিদিনের মতো ওই দিনও নিজের কাজে যায় সে। সেই সময় একটি লরি চাকা সরানোর কাজ আসে তার কাছে। চাকাটি সারাতে গিয়ে তাতে হওয়া দেওয়ার সময় হঠাৎ করেই ফেটে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি ওই যুবককে চিকিৎসার জন্য আরামবাগ মেডিক্যাল হাসপাতালে নিয়ে আসে। শারীরিক অবস্থার অবনতির কারণে ওই যুবককে কলকাতায় পাঠানো হয়। কলকাতা নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় নারায়ণের। ঘটনার পর থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
advertisement
advertisement
আরও পড়ুন: লক্ষ্য পরিচ্ছন্ন গ্রাম তৈরি, পঞ্চায়েতের ভরসা না করে রাস্তা তৈরির কাজ শুরু করলেন বাসিন্দারা
লরির চাকায় হাওয়া দিতে গিয়ে ফেটে মৃত্যুর এমন ঘটনা এর আগে কখনও দেখেনি আরামবাগের মানুষজন। তবে ঘটনার পর থেকেই গ্যারেজের মালিক নিখোঁজ এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। একই সঙ্গে স্থানীয়রা প্রশ্ন তুলছেন কী ভাবে একজন নাবালক দিয়ে গ্যারেজে কাজ করাচ্ছেন। গ্যারেজে কাজ করতে আসা ওই নাবালকদের সুরক্ষার কোনও রকম ব্যবস্থা কেন নেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 21, 2024 4:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: মর্মান্তিক! মুহূর্তেই শেষ হয়ে গেল ১৭-র তরতাজা প্রাণ, মৃত্যুর কোলে ঢলে পড়ল কিশোর