আরও পড়ুন: ভিন রাজ্যে কাজে যাচ্ছিলেন, লাশ হয়ে ফিরলেন বন্ধ চা বাগানের দুই শ্রমিক
হাবড়া হাই স্কুলের এই ছাত্রীর জীবন যুদ্ধের লড়াই রীতিমত অনুপ্রাণিত করছে অন্যদেরও। সকাল থেকে উঠে রান্না সেরে এই ছাত্রী ও তার মা বাজারে ফুলের দোকানে চলে আসে। সেখানে বেশ কিছুক্ষণ দোকান সামলে মৌমিতা পৌঁছে যায় স্কুলে। আবার স্কুল থেকে ফিরে বিকেলেও প্রয়োজনে সামলাতে হয় ব্যবসা। উচুঁ ক্লাসে পড়ায় খরচা বেড়েছে অনেকটাই। তাই বাড়তি রোজগারের জন্য আরও কঠোর পরিশ্রম করতে হচ্ছে মা-মেয়েকে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
নিজের পায়ে দাঁড়ানোর আশায় সংসার, পড়াশোনা সামলেও মায়ের ব্যবসায় সময় দেয় মৌমিতা। হাবড়া যশোর রোড সংলগ্ন অন্যান্য ব্যবসায়ীদের কাছেও বাড়তি গুরুত্ব পায় সে। সকলেই আজ মা-মেয়ের এই লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন। স্কুলের তরফ থেকেও মৌমিতা’কে সব রকমের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।
রুদ্রনারায়ণ রায়