TRENDING:

International Women's Day: বহরমপুরে লোক আদালত! মহিলা টোটো চালক হলেন বিচারক

Last Updated:

International Women's Day: শনিবার বহরমপুরে লোক আদালতে বিচারকের ভুমিকায় বসলেন বহরমপুর কান্তনগরের বাসিন্দা রাধারাণী দাস নামের এক মহিলা টোটো চালক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: জাতীয় লোক আদালতের আয়োজন করা হল আন্তর্জাতিক নারী দিবসের দিন শনিবার। শনিবার বহরমপুরে লোক আদালতে বিচারকের ভুমিকায় বসলেন বহরমপুর কান্তনগরের বাসিন্দা রাধারাণী দাস নামের এক মহিলা টোটো চালক।
বহরমপুরে লোক আদালত! মহিলা টোটো চালক হলেন বিচারক
বহরমপুরে লোক আদালত! মহিলা টোটো চালক হলেন বিচারক
advertisement

রাধারাণী দেবী গত পাঁচ বছর ধরেই বহরমপুর শহরের বিভিন্ন জায়গায় টোটো চালিয়ে সংসার চালান। ফলে তার অর্থ উপার্জন থেকেই সংসার চলে। এবার টোটো চালককেই এক দিনের জন্য বিচারকের ভুমিকায় বসানো হল।

আরও পড়ুন: প্রস্রাবের পরপরই ঢকঢক করে জল খাচ্ছেন? কিডনির দফারফা হচ্ছে নাকি? ভুল করার আগে এখনই জানুন

advertisement

জাতীয় লোক আদালত হল একটি বিশেষ ধরনের আইনি পরিষেবা যা জনগণের মধ্যে দ্রুত এবং বিনামূল্যে বিরোধ নিষ্পত্তির জন্য চালু করা হয়েছে। যেখানে সাধারণ আদালতের চেয়ে কম সময়ে এবং কম খরচে বিচার পাওয়া যায়।

জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলা আইনি পরিষেবার পক্ষ থেকে ২০২৫ সালের প্রথম লোক আদালতের আয়োজন করা হয়েছে শনিবার বহরমপুরে। তবে টোটো চালক মহিলাকে আন্তর্জাতিক নারী দিবসের দিনেই বিচারকের ভুমিকায় বসানো হয়েছে। এই লোক আদালত থেকেই বেশি মামলা নিস্পতি করার লক্ষ্যে মাত্রা নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে।

advertisement

আরও পড়ুন: নেল কাটারের পেছনে এই ছোট ছিদ্র কেন থাকে বলুন তো? ৯৯% লোকজনই জানেন না এর কাজ, ব‍্যবহার জানলে মাথা ঘুরে যাবে

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মুলত, আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর ৮ মার্চ পালন করা হয়। সারা বিশ্বে নারীদের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অর্জনকে সম্মান জানাতে এই দিনটি ব্যাপকভাবে পালিত হয়। আন্তর্জাতিক নারী দিবস একটি বিশ্বব্যাপী ছুটির দিন হিসাবেও পালন করা হয়। দিনটি লিঙ্গ সমতা, প্রজননের অধিকার, নারীদের উপর হিংসা ও নির্যাতন, নারীর সমান অধিকার ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে। প্রতিটি নারীকে উদযাপন করার জন্য দিনটি পালন করা হয়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
International Women's Day: বহরমপুরে লোক আদালত! মহিলা টোটো চালক হলেন বিচারক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল