কলেজ সূত্রে খবর, বর্তমান সময়ে পরিস্থিতি অনুযায়ী আত্মরক্ষার কৌশল জানা ভীষণ জরুরী ছাত্রীদের। এবিষয়ে আগ্রহী হন ছাত্রীরাও। আর কলেজেই সেই সুবর্ণ সুযোগ এসে গেল। এর জন্য ক্যারাটে প্রশিক্ষকও আনা হয়েছে। আত্মরক্ষার কৌশল শেখার জন্য প্রথম দিন কলেজের ছাত্রীদের ক্যারাটে প্রশিক্ষণে উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
আরও পড়ুন : শুশুনিয়া পাহাড়ে আগুন নিয়ে চিন্তা দূর! ১০০ জনের টিম চমকে দেবে বাঁকুড়ার বাসিন্দাদের
advertisement
এদিন ক্যারাটের মাধ্যমে আত্মরক্ষার একেবারে প্রাথমিক পাঠ ছাত্রীদের শিখিয়েছেন প্রশিক্ষক। সেলফ ডিফেন্সের স্পেশাল ট্রেনিং। হাত চেপে ধরলে কি করবেন মহিলারা! সর্বশক্তি দিয়ে হাত চেপে ধরলেও ছাড়িয়ে নেওয়ার টেকনিক রয়েছে। এক হাত নয় দুই হাত চেপে ধরলেও সম্ভব ছাড়িয়ে নেওয়া।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
সামনে থেকে হোক কিংবা পিছন থেকে, জাপটে ধরলেও বেরিয়ে আসা সম্ভব। তেমনটাই চোখে পড়ল প্রত্যন্ত ইন্দপুরে। রাতের অন্ধকারে হোক কিংবা দিনের আলোয়, পড়ুয়া মেয়েরা যাতে নিরাপত্তাহীনতায় না ভোগে তার জন্যই এই বিশেষ উদ্যোগ।
নীলাঞ্জন ব্যানার্জী





