দুদিন ব্যাপী এই নাট্য উৎসবে কলকাতা সহ দক্ষিণ ২৪ পরগনার মোট পাঁচটি দল জয়নগর রূপ ও অরূপ মঞ্চে তাদের নাটক পরিবেশন করবে। দক্ষিণ বারাসাত স্টুডেন্টস এন্ড ইউথ কালচারাল ফোরাম এর রুবি জয়ন্তী, অর্থাৎ ৪০ তম বর্ষ উদযাপনের পঞ্চম পর্বে এক মহিলা নাট্যোৎসব এর আয়োজন করা হয়েছে। বিশিষ্ট নাট্যকার, অভিনেত্রী, নাট্যকর্মী এবং নাট্য ব্যক্তিত্বদের উপস্থিতিতে সংগীত, আবৃত্তি ,নাট্য বিষয়ক আলোচনা, সম্মাননা প্রদানের মধ্য দিয়ে এই নাট্য উৎসবের শুভ সূচনা হয়। এদিনের প্রথম নাটক ছিল কলকাতার ‘সংগীতা’-র একক অভিনয় শীতলপাটি। এরপরই “অসমাপ্ত” নাটকটি পরিবেশন করে দক্ষিণ বারাসাত ফোরামের মহিলা নাট্যগোষ্ঠী।
advertisement
আরও পড়ুন: কলকাতার পাশেই পর্যটনে নতুন দিশা…! মিলবে ইতিহাস, আধ্যাত্মিকতার স্বাদ, বিরাট পরিকল্পনা পুরসভার
নাট্য অনুষ্ঠানে মহিলাদের আগ্রহ বাড়াতে শুধু জয়নগর নয়, দক্ষিণ পরগনায় এ ধরনের মহিলা নাট্য উৎসব প্রথম বলে দাবি করলেন নাট্য উৎসব কমিটির সদস্য। এর পাশাপাশি থিয়েটার চর্চার বাড়াতে এবং দর্শককে থিয়েটারমুখী করার পাশাপাশি নাট্যদল ও নাট্যকর্মীদের উজ্জীবিত করার লক্ষ্য এই ধরনের উদ্যোগ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এটি আর পাঁচটা নাট্যোৎসবের মত নয়। আমাদের এই নাট্যোৎসবের উদ্দেশ্য হল প্রতিটি নাট্যদলের মধ্যে মেলবন্ধন তৈরি করা। গ্রামের মানুষকে নাটক উপহার দিতে পেরে খুশি উদ্যোগী সংস্থার সদস্যরা। সন্ধ্যায় নাটক দেখতে এলাকার মানুষের ভিড় জমছে সেই কারণেই এমন ভাবনার।
সুমন সাহা