আরও পড়ুন: পৌষ মেলায় বিক্রি হচ্ছে ডোকরার দুর্গা মূর্তি, দাম শুনলে চমকে উঠবেন
ফুলদানি, জুতো, জ্যাকেট, শাড়ি, গয়না, পেনদানি, ওয়াল হ্যাংগিং, ব্যাগ, টেবিল ক্লথ সবকিছুই এখন পাট দিয়ে তৈরি হচ্ছে। দেশের পাশাপাশি জুটের তৈরি এইসব জিনিসের চাহিদা আছে বিদেশের বাজারেও। দূষণ রুখতে পরিবেশ বান্ধব পাটের ব্যবহার বাড়াতে উৎসাহ জোগাচ্ছে সরকার। এই সকল জিনিস তৈরির প্রশিক্ষণ দিচ্ছে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা। আর সেক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে মহিলাদের। সহজলভ্য পাটের কাজ শিখে স্বনির্ভর হয়ে উঠছেন তাঁরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
হাওড়া জেলার বিভিন্ন ব্লকে মহিলারা পাটের কাজ শিখে স্বনির্ভর হয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন শ্যামপুরের মালবিকা সাঁতরা। ১৭ বছর আগে শ্যামবাজার থেকে পাটের কাজ শিখেছিলেন। বর্তমানে তিনি জুট বোর্ডের সঙ্গে যুক্ত একজন অভিজ্ঞ প্রশিক্ষক। শতাধিক মহিলাকে পাটের কাজ শিখিয়ে স্বনির্ভর করার পাশাপাশি নিজে পাটের তৈরি জিনিস তৈরি করে স্বনির্ভর হয়ে উঠেছেন। এই প্রসঙ্গে মালবিকাদেবী বলেন, আমি ভালবাসি এই কাজকে। এই কাজ অনেক কিছু দিয়েছে আমাকে। তিনি জানান বর্তমানে বাজারে পাটের জিনিসের চাহিদা ব্যাপক। তাই নিষ্ঠাভরে এই কাজ করলে স্বনির্ভর হওয়া যায়।
রাকেশ মাইতি