খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় সদর থানার পুলিশ। এরপরই ওই মহিলার দেহ উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্ণমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই তার দেহ পাঠান হয় ময়নাতদন্তের জন্য।
আরও পড়ুন: ২০ দিনে ৩ পুরুষ, ১ মহিলার সঙ্গে ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা! হলটা কী আলিপুরদুয়ারে, আতঙ্কে আদিবাসীরা
advertisement
এ বিষয়ে পুরুলিয়ার এক পুলিশ আধিকারিকের কাছ থেকে জানা গিয়েছে , যার দেহ উদ্ধার হয়েছে সে ভবঘুরে একজন মহিলা। তিনি সেখানে প্রাতঃকর্ম করছিলেন। ওই অবস্থাতেই তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোনও কিছুই পরিষ্কার নয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই সবটা জানা যাবে। ইতিমধ্যেই এটি শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছেন তারা। মহিলার নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া শহরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওই মহিলাটি ওই এলাকাতেই থাকতেন বেশিরভাগ সময়। তাকে দেখে কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে মনে হত। ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে পুলিশের পক্ষ থেকে।