রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শহর কলকাতার পাশাপাশি জেলায় জেলায় কার্নিভালের প্রস্তুতি তুঙ্গে। সেই মতো পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহরেও হবে পুজো কার্নিভাল। আসানসোলের ভগৎ সিং মোড় এলাকা থেকে বার্নপুরগামী রোড থেকে শুরু হবে পুজো কার্নিভাল। রীতিমতো তার প্রস্তুতি শেষ হয়ে গিয়েছে। এবারে জনসমাগম ভাল রকম আশঙ্কা করা হচ্ছে, তবে বৃষ্টির কারণে কম হতেও পারে।
advertisement
আরও পড়ুন: সবে শেষ হয়েছে পুজো, আর এরই মধ্যে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল পুরুলিয়ায়! ছুটে এল পুলিশ
এই কার্নিভালের প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার সরোজমিনে আসেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এবং জেলার পুলিশ আধিকারিক সহ অন্যান্য আধিকারিক বৃন্দ। এবারে বৃষ্টির কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। থাকছে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা। দর্শনার্থীরা যারা আসবেন তারা যাতে বৃষ্টিতে ভিজে না যান তার জন্য করা হয়েছে মঞ্চের পাশে পাশে বেশ কয়েকটি শেড। হঠাৎ বৃষ্টি আসলে সেডের তলে দর্শনার্থীরা দাঁড়াতে পারবেন। থাকছে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল। শৌচালয়ের ব্যবস্থা, দুটো মেডিক্যাল টিম অ্যাম্বুল্যান্স, দমকল, বিদ্যুৎ দফতরের টিম। এছাড়া কড়া নিরাপত্তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কার্নিভাল কমিটির অন্যতম সদস্য গুরুদাস চট্টোপাধ্যায় বলেন, “কার্নিভালকে সুসম্পন্ন করে তুলতে সব ব্যবস্থা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখানে জামুরিয়া, রানীগঞ্জ থেকে শুরু করে হিরাপুর এলাকার অনেকেই অংশগ্রহণ করবে।”
প্রত্যেক বছরের মতো এ বছরও দর্শনার্থীদের আরও আকর্ষণীয় করে তুলতে থাকছে বিশেষ চমক। আসবেন জনপ্রিয় শিল্পীরা। আসানসোল মহকুমার প্রায় ১৫ টি জনপ্রিয় প্রতিমা দেখতে পাবেন আপনি এখানে। তাই এখনও পর্যন্ত যারা আসানসোল মহকুমার মধ্যে জনপ্রিয় প্রতিমাগুলি দেখে উঠতে পারেননি তাদের জন্য হাতে থাকছে শেষ সুবর্ণ সুযোগ। তাই এবারে কার্নিভালে না আসলে মিস করবেন আপনি অনেক বড় কিছু জিনিস।