জানা গিয়েছে, গত ১৯ তারিখ রাতে সুদের পাওনা টাকা আনতে যান শুলংগুঁড়ি দক্ষিণ পাড়ার বাসিন্দা ননিবালা গাইন। অভিযোগ গৌরাঙ্গ নগর অটো স্ট্যান্ডের কাছে বিনয় মণ্ডল ও মৃন্ময় মণ্ডলের মুরগির দোকান রয়েছে। ব্যবসার জন্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা তাঁরা ধার নেয় বলে অভিযোগ। সেই টাকা আনতে যান ননিবালা।
আরও পড়ুন: চাহিদা তুঙ্গে! তীব্র গরমে রাজ্যে লাভের মুখ দেখাল Chilled বিয়ার! ৬৫০ কোটির রেকর্ড বিক্রি
advertisement
কিন্তু অভিযোগ তাকে দোকানে ঢুকতে দেখা যায় কিন্তু বেরোতে কেউ দেখেনি। বাড়িতে রাতে না পৌঁছলে চারিদিকে খোঁজ শুরু করে কিন্তু আজও কোনো খোঁজ পাওয়া যায়নি। ইতিমধ্যেই নিউটাউন থানার পুলিশ মুরগির দোকানে থাকা বিনয় মণ্ডল ও মৃন্ময় মণ্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
আরও পড়ুন: একেই বলে আনুগত্য! চার কিলোমিটার হেঁটে, লরিতে চড়ে উদ্ধবের কাছে ফিরলেন দলের বিধায়ক
কোথায় গেল ওই মহিলা, সেই নিয়ে আতঙ্ক পরিবার সহ প্রতিবেশীরা। পরিবারের অভিযোগ গুম করে দিয়েছে তাকে। এদিকে আজও খুঁজে না পাওয়ায় রাস্তা অবরোধ করে এলাকাবাসী। ঘটনাস্থলে নিউটাউন থানার পুলিশ।