Beer| West Bengal News: চাহিদা তুঙ্গে! তীব্র গরমে রাজ্যে লাভের মুখ দেখাল Chilled বিয়ার! ৬৫০ কোটির রেকর্ড বিক্রি
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Beer| West Bengal News:আবগারি দফতর সূত্রে খবর গত দু'মাসে প্রায় ৪৫ লক্ষ কেস বিয়ার বিক্রি করেছে আবগারি দফতর।গড়ে হিসাব ধরলে যা হবে প্রায় ৬৫০ কোটি টাকা।
#কলকাতা : মে মাসেই রাজ্যে হয়েছিল বিয়ার সংকট। তখনই আবগারি দফতরের আধিকারিকরা অনুমান করে ফেলেছিলেন রাজ্যে রেকর্ড বিয়ার বিক্রি হতে চলেছে। সেই অনুমানেই কার্যত এবার সিলমোহর পড়ল। তীব্র গরমের মাস গুলিতে বিয়ার বিক্রি (Beer Record Sale) করে রাজ্য রেকর্ড আয় করল। আবগারি দফতর সূত্রে খবর গত দু'মাসে প্রায় ৪৫ লক্ষ কেস বিয়ার বিক্রি করেছে আবগারি দফতর।গড়ে হিসাব ধরলে যা হবে প্রায় ৬৫০ কোটি টাকা। এত পরিমান বিক্রি অন্তত সাম্প্রতিক সময়ে হয়নি বলে দাবি করছেন আবগারি দফতরের আধিকারিকরা। (Beer| West Bengal News)
প্রসঙ্গত গত মে মাসেও রাজ্যে হয়েছিল বিয়ার সংকট। একাধিক ব্র্যান্ডের বিয়ার পাওয়া যাচ্ছিল না এমনটাই ক্রেতা থেকে বিক্রেতা সবার মুখেই অভিযোগ শোনা যাচ্ছিল। সেই সময় রাজ্য আবগারি দফতর প্রত্যেকটি জায়গায় কোটা অনুযায়ী বিয়ার সাপ্লাই করছিল। যাতে বিক্রেতারা সমপরিমাণ বিয়ার পান। তবুও কয়েকটি জায়গায় বিয়ার ঘাটতি দেখা গিয়েছিল।
আরও পড়ুন : ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান! কমপক্ষে ২৫৫ জনের মৃত্যুর আশঙ্কা, পাকিস্তান ভারতেও কম্পন!
advertisement
advertisement
শুধু তাই নয়, বেশকিছু দোকানে আবার 'বিয়ার নেই' বলেও সাইনবোর্ড ঝুলতে দেখা গিয়েছিল। কিন্তু তারই মাঝে এই অর্থবর্ষ শুরুতেই বিয়ার বিক্রির রেকর্ড ব্যাপক পরিমাণে (Beer Record Sale) লাভের মুখ দেখাচ্ছে আবগারি দফতরকে।
রাজ্য জুড়ে এখন প্রায় ৪৫০০ টি বিয়ার অফ শপ রয়েছে। আবগারি দফতর সূত্রে খবর তীব্র গরমে বিয়ার সংকট হওয়ার দরুন রাজ্যজুড়ে এই অফ শপ গুলোতে নির্দিষ্ট সংখ্যক বিয়ার সাপ্লাই করতে হয়েছিল। গত আর্থিক বর্ষে রাজ্যে বিপুল পরিমাণ আয় (Beer Record Sale) করেছিল রাজ্য আবগারি দফতর। যদিও দেশি মদ বিক্রি করেই সব থেকে বেশি আয় হয়েছিল আবগারি দফতরের। (Beer| West Bengal News)
advertisement
তবে এবারের বিয়ার বিক্রি গতবারের সেই রেকর্ডকে ছাপিয়ে যেতে পারে বলেই মনে করছেন আবগারি দফতরের আধিকারিকরা। তবে মে মাসে শেষ দিক থেকেই বিয়ার সাপ্লাই স্বাভাবিক হয়ে গিয়েছে এই মরশুমে। এমনটাই দফতর সুত্রে খবর। সব মিলিয়ে রাজ্যে তীব্র গরমে সরকারি কোষাগারে আবগারি দফতরকে বিপুল পরিমাণ অর্থ এনে দিল বিয়ার।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 22, 2022 12:48 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Beer| West Bengal News: চাহিদা তুঙ্গে! তীব্র গরমে রাজ্যে লাভের মুখ দেখাল Chilled বিয়ার! ৬৫০ কোটির রেকর্ড বিক্রি