Maharashtra Political Crisis: একেই বলে আনুগত্য! চার কিলোমিটার হেঁটে, লরিতে চড়ে উদ্ধবের কাছে ফিরলেন দলের বিধায়ক

Last Updated:

মোট ছ' জন শিবসেনা বিধায়ককে গুজরাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল৷ এর মধ্যে ছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিধায়কও৷

সঙ্কটে উদ্ধব ঠাকরের সরকার৷
সঙ্কটে উদ্ধব ঠাকরের সরকার৷
#মুম্বাই: মহারাষ্ট্রে তৈরি হওয়া রাজনৈতিক সঙ্কট কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন তাকিয়ে গোটা দেশ৷ উদ্ধব ঠাকরের সরকারকে বিপদে ফেলে শিবসেনারই মন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে রাজ্য ছেড়েছেন কমবেশি চল্লিশ জন বিধায়ক৷ দলের সিংহভাগ বিধায়কই যখন এই দলে নাম লিখিয়েছেন, তখন উদ্ধবের প্রতি আনুগত্য প্রমাণ করতে রীতিমতো কাঠখড় পোড়ালেন এক শিবসেনা বিধায়ক৷
নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিবসেনা বিধায়ককেও গুজরাতে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল৷ কিন্তু সুরাতে পৌঁছনোর আগেই ফেরার পথ ধরেন তিনি৷ যেভাবে ওই বিধায়ক ফিরে এসেছেন, সেই কাহিনী রীতিমতো সিনেমার গল্পকেও হার মানায়৷
advertisement
advertisement
জানা গিয়েছে, মোট ছ' জন শিবসেনা বিধায়ককে গুজরাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল৷ এর মধ্যে ছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিধায়কও৷ একনাথ শিন্ডে তাঁদের বলেছিলেন, গুজরাতে কারও সঙ্গে ওই বিধায়কদের সাক্ষাৎ করাতে চান তিনি৷
সেই মতো একটি গাড়িতে গুজরাতের উদ্দেশ্যে রওনা দেন ওই ছয় বিধায়ক৷ কিন্তু ভাসাই ভিরার পেরিয়ে গুজরাতে সীমান্তে প্রবেশের পর থেকেই ওই বিধায়কদের মধ্যে সংশয় দেখা দেয়৷ বাকিরা না ফিরলেও গাড়ি থেকে নেমে পড়েন ওই বিধায়ক৷ এর পর একজন বাইক আরোহীর থেকে লিফট নেন তিনি৷ কিছুটা পথ বাইকে আসার পর প্রায় চার কিলোমিটার হেঁটে মহারাষ্ট্রের দিকে আসেন ওই বিধায়ক৷ তার পর একটি ট্রাকে চেপে ভোর দাহিসারে পৌঁছে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাড়িতে পৌঁছন ওই বিধায়ক৷ এর পর গোটা ঘটনা মুখ্যমন্ত্রীকে জানান তিনি৷
advertisement
এই মুহূর্তে বাকি বিদ্রোহী বিধায়কদের নিয়ে গুয়াহাটিতে রয়েছেন বিক্ষুব্ধ মন্ত্রী একনাথ শিন্ডে৷ উদ্ধব ঠাকরের সঙ্গে ফোনে কথা বলার পরেও ফিরতে রাজি হননি তিনি৷ বরং বিেজপি-র সঙ্গে জোট সরকার গড়ার জন্য শর্ত দিয়েছেন বলেই সূত্রের খবর৷
advertisement
যদিও সংখ্যাগরিষ্ঠতা তাঁদের সঙ্গেই থাকবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে৷ আরও অনেক বিধায়কই অসম থেকে মহারাষ্ট্রে ফিরে আসবেন বলে আশাবাদী তিনি৷ তবে শিন্ডে যে সহজে ফিরবেন না, তা ভালই জানেন উদ্ধব নিজেও৷
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra Political Crisis: একেই বলে আনুগত্য! চার কিলোমিটার হেঁটে, লরিতে চড়ে উদ্ধবের কাছে ফিরলেন দলের বিধায়ক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement