Maharashtra Political Crisis: একেই বলে আনুগত্য! চার কিলোমিটার হেঁটে, লরিতে চড়ে উদ্ধবের কাছে ফিরলেন দলের বিধায়ক

Last Updated:

মোট ছ' জন শিবসেনা বিধায়ককে গুজরাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল৷ এর মধ্যে ছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিধায়কও৷

সঙ্কটে উদ্ধব ঠাকরের সরকার৷
সঙ্কটে উদ্ধব ঠাকরের সরকার৷
#মুম্বাই: মহারাষ্ট্রে তৈরি হওয়া রাজনৈতিক সঙ্কট কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন তাকিয়ে গোটা দেশ৷ উদ্ধব ঠাকরের সরকারকে বিপদে ফেলে শিবসেনারই মন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে রাজ্য ছেড়েছেন কমবেশি চল্লিশ জন বিধায়ক৷ দলের সিংহভাগ বিধায়কই যখন এই দলে নাম লিখিয়েছেন, তখন উদ্ধবের প্রতি আনুগত্য প্রমাণ করতে রীতিমতো কাঠখড় পোড়ালেন এক শিবসেনা বিধায়ক৷
নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিবসেনা বিধায়ককেও গুজরাতে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল৷ কিন্তু সুরাতে পৌঁছনোর আগেই ফেরার পথ ধরেন তিনি৷ যেভাবে ওই বিধায়ক ফিরে এসেছেন, সেই কাহিনী রীতিমতো সিনেমার গল্পকেও হার মানায়৷
advertisement
advertisement
জানা গিয়েছে, মোট ছ' জন শিবসেনা বিধায়ককে গুজরাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল৷ এর মধ্যে ছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিধায়কও৷ একনাথ শিন্ডে তাঁদের বলেছিলেন, গুজরাতে কারও সঙ্গে ওই বিধায়কদের সাক্ষাৎ করাতে চান তিনি৷
সেই মতো একটি গাড়িতে গুজরাতের উদ্দেশ্যে রওনা দেন ওই ছয় বিধায়ক৷ কিন্তু ভাসাই ভিরার পেরিয়ে গুজরাতে সীমান্তে প্রবেশের পর থেকেই ওই বিধায়কদের মধ্যে সংশয় দেখা দেয়৷ বাকিরা না ফিরলেও গাড়ি থেকে নেমে পড়েন ওই বিধায়ক৷ এর পর একজন বাইক আরোহীর থেকে লিফট নেন তিনি৷ কিছুটা পথ বাইকে আসার পর প্রায় চার কিলোমিটার হেঁটে মহারাষ্ট্রের দিকে আসেন ওই বিধায়ক৷ তার পর একটি ট্রাকে চেপে ভোর দাহিসারে পৌঁছে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাড়িতে পৌঁছন ওই বিধায়ক৷ এর পর গোটা ঘটনা মুখ্যমন্ত্রীকে জানান তিনি৷
advertisement
এই মুহূর্তে বাকি বিদ্রোহী বিধায়কদের নিয়ে গুয়াহাটিতে রয়েছেন বিক্ষুব্ধ মন্ত্রী একনাথ শিন্ডে৷ উদ্ধব ঠাকরের সঙ্গে ফোনে কথা বলার পরেও ফিরতে রাজি হননি তিনি৷ বরং বিেজপি-র সঙ্গে জোট সরকার গড়ার জন্য শর্ত দিয়েছেন বলেই সূত্রের খবর৷
advertisement
যদিও সংখ্যাগরিষ্ঠতা তাঁদের সঙ্গেই থাকবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে৷ আরও অনেক বিধায়কই অসম থেকে মহারাষ্ট্রে ফিরে আসবেন বলে আশাবাদী তিনি৷ তবে শিন্ডে যে সহজে ফিরবেন না, তা ভালই জানেন উদ্ধব নিজেও৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra Political Crisis: একেই বলে আনুগত্য! চার কিলোমিটার হেঁটে, লরিতে চড়ে উদ্ধবের কাছে ফিরলেন দলের বিধায়ক
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement