আদ্রা জিআরপি সূত্রে জানা যায়, এদিন সকাল প্রায় ১১ টা নাগাদ খবর আসে ট্রেনে ধাক্কা লেগে এক মহিলার মৃত্যু হয়েছে। সঙ্গে সঙ্গে জিআরপি সেখানে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। জিআরপি সূত্রে আরও জানা যায়, ওই মহিলার নাম,পরিচয় এখনও কিছুই জানা যায়নি। মহিলার বয়স আনুমানিক ৪০ বছর।
আরও পড়ুন: কিংপিন গ্রেফতার! ইন্দো-বাংলাদেশ সীমান্তের গরু পাচার পান্ডাকে পাকড়াও করল পুলিশ
advertisement
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ওই মহিলা রেলস্টেশনে অদূরে অসাবধানতাবশত লাইন পারাপার করতে গিয়েই এমন বিপত্তি ঘটে। ঘটনায় মৃত মহিলার পরিচয় জানার পাশাপাশি তদন্ত শুরু হয়েছে বলেও জানায় জিআরপি থানার পক্ষ থেকে।
আরও পড়ুন: ভয়ঙ্কর দুর্যোগ ঘনাচ্ছে… মুক্তি নেই, রেহাই নেই! এলোপাথাড়ি ঝোড়ো হাওয়া, শনশন বাতাস… এই
স্থানীয় বাসিন্দা নারায়ণ চক্রবর্তী বলেন, “এ ভাবে ঝুঁকির পারাপারের ফলে মুরাডি রেল স্টেশনে বিপদ ক্রমেই বাড়াচ্ছে। আমরা যতক্ষণ না সচেতন হচ্ছি ততক্ষণ পর্যন্ত এই বিপদ এড়ানো যাবে না। রেল পুলিশের পক্ষ থেকে এইভাবে রেললাইন পারাপার বারে বারে নিষেধ করা হলেও আমরা যে এখনও সচেতন হয়নি তার আরও একটা প্রমাণ পাওয়া গেল।”