কিংপিন গ্রেফতার! ইন্দো-বাংলাদেশ সীমান্তের গরু পাচার পান্ডাকে পাকড়াও করল পুলিশ
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
দার্জিলিং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কার্শিয়াং) অভিষেক রায় জানান, ধৃতের বিরুদ্ধে একাধিক গরু পাচারের অভিযোগ রয়েছে। পুলিশ ধৃতকে গ্রেফতার করেছে।
বিশ্বজিৎ মিশ্র, ফাঁসিদেওয়া: ইন্দো-বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু পাচারের অভিযোগে নতুন নয়। সীমান্তে গরু পাচার আটকাতে বিএসএফ কর্মীর জখম হওয়ার ঘটনাও ঘটেছে। সেই ঘটনায় গ্রেফতার হয়েছে ৫জন। গরু পাচারের ঘটনায় এর আগেও এই সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু হয় ২ পাচারকারীর। যারা অধিকাংশই স্থানীয়।
সীমান্তের মুরিখাওয়া কাঁটাতারহীন থাকায় অন্ধকারে চলে গরু পাচার। গরু পাচার রুখতে বিএসএফের টহলদারি যেমন বাড়ানোর হয়েছে তেমনি একাধিক গরু পাচারকারীকে গ্রেফতার করে এই গরু পাচারের কিংপিন মহম্মদ মোক্তারের নাম উঠে এসেছে পুলিশের খাতায়। অবশেষে সীমান্তে মহম্মদ মোক্তারের অবস্থান টের পেয়ে হানা দেয় ফাঁসিদেওয়া থানার পুলিশ। ঘটনাস্থল থেকে বাংলাদেশ পালানোর সময় পুলিশের হাতে ধরা পড়েন ধৃত। ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা ১৪দিনের রিমান্ড নিয়েছে পুলিশ।
advertisement
advertisement
দার্জিলিং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কার্শিয়াং) অভিষেক রায় জানান, ধৃতের বিরুদ্ধে একাধিক গরু পাচারের অভিযোগ রয়েছে। পুলিশ ধৃতকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে ৩০টির বেশি অভিযোগ থাকলেও গা ঢাকা দিয়ে ছিলেন ধৃত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 08, 2025 2:11 PM IST