যে ঘরে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে সেই ঘরটি তদন্তের জন্য সিল করেছে পুলিশ। আজ ডায়মন্ড হারবার হাসপাতাল মর্গে দেহের ময়নাতদন্ত হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ বছর আগের নামখানার সাতমাইলের শিউলির সঙ্গে সম্বন্ধ করে বিয়ে হয় প্রসাদপুরের গুরুপদর। গুরুপদ পেশায় পরিযায়ী শ্রমিক। স্বামী না থাকায় শ্বশুর শাশুড়ি বধূর ওপর নির্যাতন চালাত বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন: বাঁকুড়ায় 'আদিম মানুষের' গুহার হদিশ, বিস্ময়কর ঘটনা বাংলায়! অপার রহস্যের সন্ধান
আরও পড়ুন: পুজোর ছুটির জের, অমিল শিক্ষক-অধ্যাপক, ফের পিছোচ্ছে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া!
বধূ অত্যাচার সহ্য করতে না পেরে এক আত্মীয়ের বাড়িতে চলে যায়। গতকাল শ্বশুর বাড়ি ফিরেছিল বধূ। অভিযোগ,এরপর মারধর করার পর বধূকে ঘরের মধ্যে আটকে রেখে গায়ে কেরোসিন ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা উদ্ধার করে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা নাগাদ সেখানে মৃত্যু হয় বধূর।