শনিবার সকালেও মারধর করে বলে অভিযোগ। থানায় লিখিত অভিযোগ করতে যাচ্ছি বলে মৃত জোসনা বিবি তার দিদির বাড়ি তরতিপুর যায়, সেখান থেকে রাতে বাড়ি ফিরলে রফিক আনসারী, কাশেম শেখ আবার তাকে মারধর করে। তার শরীরে ইলেকট্রিক তার জড়িয়ে দিয়ে তাকে খুন করা হয়েছে বলে মৃতের পরিবারের অভিযোগ। মৃতের দাদা বলেন, ''বোনের বাড়ির পাশে একটি বাড়ি পুড়ে গেলে, আমার বোনকে বাড়িতে আগুন লাগিয়েছে বলে মিথ্যা অপবাদ দিয়ে আমার বোনকে মারধর করে ইলেকট্রিক তার শরীরে জড়িয়ে দিয়ে খুন করেছে। এর সঙ্গে আমার বোনের স্বামীও যুক্ত আছে। কারণ বিয়ের পর থেকেই আমার বোনকে মানসিক অত্যাচার করত।''
advertisement
ঘটনার পর জামাইবাবু সহ পাশের বাড়ির রফিক আনসারীরাও পলাতক। মৃতের পরিবারের দাবি, যারা খুন করেছে তাদের শাস্তি চাই। ঘটনার খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজ পাঠাই। ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।