পরিবার সূত্রে জানতে জানা যায়, বছর চারেক আগে হুগলির গোঘাটের নিবাসী সুস্মিতা পালের সঙ্গে বিষ্ণুপুরের ৯ নম্বর ওয়ার্ডের চকবাজার এলাকার সুব্রত দে-র বিয়ে হয়। বছর ঘুরতে না ঘুরতেই পরিবারের পক্ষ থেকে ওই গৃহবধূকে তাঁর বাবার বাড়ি থেকে অতিরিক্ত টাকার জন্য চাপ দিতে থাকে।
আরও পড়ুন: এক কামড়েই সব শেষ! মৃত্যু চার বছরের শিশুকন্যার, ঘরের মধ্যেই লুকিয়ে ছিল বিষাক্ত ঘাতক
advertisement
গৃহবধুর উপর শারীরিক ও মানসিক নির্যাতন করত বলে অভিযোগ। গতকাল রাতে সেই নির্যাতনের মাত্রা চরম পর্যায়ে পৌঁছায় এরপরই তাকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ মৃত গৃহবধুর পরিবারের লোকজনের। ঘটনার পরিপ্রেক্ষিতে বিষ্ণুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে মৃত গৃহবধূর পরিবারের লোকজন।
আরও পড়ুন: 'অবিলম্বে বেতন চালু হোক', ফের সুপ্রিম কোর্টে চাকরি হারানো ২৬৯ প্রাথমিক শিক্ষক
অভিযোগের ভিত্তিতে মৃত গৃহবধূর স্বামীকে গ্রেফতার করে বিষ্ণুপুর থানা পুলিশ। মৃত গৃহবধূর দেহ ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে অভিযুক্ত ওই স্বামীকে পাঠানো হয়েছে বিষ্ণুপুর মহকুমা আদালতে। অভিযুক্ত স্বামীকে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে।