TRENDING:

৫৮ বছর বয়সে ধরলেন হ্যান্ডেল! ছেলেকে পড়াতে টোটোই এখন চালিকাশক্তি বাঁকুড়ার পুতুনদির...দেখুন কী করছেন তিনি!

Last Updated:

বাঁকুড়ার সুচিত্রা মুখার্জী ওরফে "পুতুন দি" ২০১৫ সাল থেকে টোটো চালিয়ে ছেলের পড়াশোনা চালাচ্ছেন, তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা টোটোচালক বলে দাবি!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: ছেলেকে পড়ানোর জন্য, ধরেছিলেন টোটোর হ্যান্ডেল, জেলা পরিষদের অফিস থেকে আজ ৫৮বছর বয়সি সুচিত্রা মুখার্জী ওরফে “পুতুন দি” রাস্তায় চালাচ্ছেন টোটো, কেমন আছেন তিনি? এভাবে আর ক’দিন? বাকি পাঁচটা মহিলার মতই, ঘরের কাজ সামলানো থেকে শুরু করে অন্যান্য সব কাজই করে থাকেন তিনি।
advertisement

তবে তাঁর ছেলে অভিষেক মুখার্জীর উচ্চ শিক্ষার জন্য এই বয়সে টোটোর হ্যান্ডেল ধরতে হয়েছে তাঁকে। ২০১৫ সাল থেকে বাঁকুড়া শহরের লক্ষতোরা টোটো স্ট্যান্ডে দিনের পর দিন নিজের ভাঙাচোরা টোটোটি নিয়ে হাজির হন নিয়মিত। ঝড় জল উপেক্ষা করে টোটো বোঝাই করে এদিক ওদিক নিয়ে যান প্যাসেঞ্জার।

ট্রাম্পের নীতিতে তিতিবিরক্ত! আর থাকা যাচ্ছে না… আমেরিকা ছাড়ছেন ভারতীয় বংশোদ্ভূত নোবেলজয়ী, জানেন কে?

advertisement

ডাক্তারি ছেড়ে IAS অফিসার! এখন ৫১ কোটি টাকার ঘুষকাণ্ডে নাম জড়াল যে কারণে… স্ত্রীও আমলা!

ভাল নাম সুচিত্রা হলেও সকলের কাছে “পুতুন দি” নামেই পরিচিত এই মহিলা টোটো চালক। জানলে অবাক হবেন, তৎকালীন সময়ে পঞ্চায়েত সমিতির খাদ্য দফতরের কর্মাধ্যক্ষ ছিলেন সুচিত্রা মুখার্জী ওরফে “পুতুন দি”। বর্তমানে টোটো চালিয়েই চলছে তাঁর সংসার। বাঁকুড়া শহরের সানবাঁধা এলাকার বাসিন্দা সুচিত্রা মুখার্জীর। বাড়ির সামনেই একটি টিনের চালের তলায় রাখা থাকে তাঁর জরা জীর্ণ সবুজ রঙের বিখ্যাত টোটো।

advertisement

টোটো চালকদের সঙ্গে কথা বলে বোঝা গেছে টোটোর বাজারে যথেষ্ট প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার মধ্যে একজন মহিলা হয়ে ২০১৫ সাল থেকে টিকে থাকা চাট্টি খানি কথা নয়। নতুন প্রজন্মের টোটো চালকরা সিনিয়র এই মহিলা টোটো চালকের কাছে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিকস নেয় বলেই জানিয়েছেন। শুধু তাই নয়, যাত্রীরা বিশেষ করে মহিলা যাত্রীরা পুতুন দি’র জীবন যুদ্ধ দেখে অনুপ্রাণিত হন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টানাটানির সংসারে সকাল হলেই পরোটা বিক্রি শুরু ট্রেনে, এখন ভাবছেন কী খাওয়াবেন মেসিকে
আরও দেখুন

পঞ্চায়েতে সমিতির খাদ্য দফতরের কর্মাধ্যক্ষ ছিলেন সুচিত্রা মুখার্জী ওরফে “পুতুন দি”। সেই সময় কেমন ছিল পঞ্চায়েত জানতে চাওয়ায় তিনি জানান, অর্থের পরিমাণ অনেকটাই কম ছিল। অনেকেই দাবি করেন তিনিই হলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা টোটো চালক। অজুহাত নয়, পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে বাঁকুড়ার রাস্তায় যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে এখনও শক্ত হাতে টোটোর হ্যান্ডেল ধরে আছেন পুতুন দি।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৫৮ বছর বয়সে ধরলেন হ্যান্ডেল! ছেলেকে পড়াতে টোটোই এখন চালিকাশক্তি বাঁকুড়ার পুতুনদির...দেখুন কী করছেন তিনি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল