ঘটনাস্থলে শান্তিনিকেতন থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করছে। কিন্তু কী কারণে ওই মহিলার মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে। ধর্ষণ করে খুন না মহিলা নিজেই আত্মঘাতী হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: সাপের মতো এঁকেবেঁকে মাটিতে শুয়ে চুরি করছে চোর, ভিডিও দেখে সকলেই অবাক!
advertisement
মাস কয়েক আগে এই বীরভূমেই এক মহিলার পচাগলা নগ্ন দেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনাটি ঘটেছিল বীরভূমের সদাইপুর গ্রামের এক জঙ্গলে। ওই মহিলাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছিল। মহিলার নগ্ন দেহ উদ্ধারের ঘটনার পর সদাইপুর এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বীরভূমের সদাইপুরে একটি বারুদের কারখানার পাশেই একটি জঙ্গল রয়েছে। নির্জন ওই এলাকায় মানুষের যাতায়াত কম।
আরও পড়ুন: ভোররাতে উল্টোডাঙ্গার পথে এ কী পড়ে! চমকে ওঠা দৃশ্য, এক অটোচালকের দাবিতেও রহস্য
স্থানীয় কয়েকজন ওই জঙ্গলে গিয়েছিলেন প্রাতকৃত্য করতে। তাঁরাই প্রথম লক্ষ্য করেন পচাগলা দেহটি। এরপরই পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ জানিয়েছিল, মৃতদেহ উদ্ধারের বেশ কয়েকদিন আগেই মৃত্যু হয়েছিল ওই মহিলার। গায়ে কোনও পোশাক ছিল না, কোনও ব্যাগ বা পরিচয়পত্রও পাওয়া যায়নি।