Kolkata News: ভোররাতে উল্টোডাঙ্গার পথে এ কী পড়ে! চমকে ওঠা দৃশ্য, এক অটোচালকের দাবিতেও রহস্য
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Kolkata News: ওই যুবকের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গোটা ঘটনার তদন্তে উল্টোডাঙ্গা থানার পুলিশ।
#কলকাতা: উল্টোডাঙ্গা মুচিবাজার তেলেঙ্গাবাগানে এক যুবককে রাস্তার ধার থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় (Kolkata News)। ওই যুবকের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গোটা ঘটনার তদন্তে উল্টোডাঙ্গা থানার পুলিশ।
জানা গিয়েছে, রবিবার রাতে উল্টোডাঙা তেলেঙ্গাবাগানে একটি কালীপুজো হচ্ছিল। ভোর রাতে লোকনাথ দত্ত(২৬) নামে দত্ত বাগানের বাসিন্দা ওই যুবককে রাস্তার উপর অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এরপরই ওই ব্যক্তির ভাইয়ের কাছে ফোন যায়, তাঁর দাদা রাস্তার উপরে পড়ে আছে। তড়িঘড়ি লোকনাথ দত্তকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
advertisement
advertisement
উল্টোডাঙা থেকে সল্টলেক রুটের এক অটোচালক গোপাল ভাদুড়ী কেষ্টপুরের বাসিন্দা। তাঁকেও কয়েকজন মারধর করে। কিন্তু কে বা কারা মারধর করেছে, তা তিনি বলতে পারছেন না। মৃতদেহ ময়নাতদন্ত করার জন্য আরজিকর মর্গে রাখা হয়েছে। পরিবারের অভিযোগ, কী ঘটেছে, তা তারা দেখেননি। কিন্তু ডান পায়ে একটি আঘাতের চিহ্ন আছে লোকনাথ দত্তের। পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছে পরিবার। তদন্ত শুরু করেছে উল্টোডাঙ্গা থানার পুলিশ। এখনও পর্যন্ত পুলিশের কাছে মৃত্যুর কারণ স্পষ্ট নয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরেই মৃত্যুর আসল কারণ জানতে পারা যাবে বলে পুলিশ সূত্রে খবর।
advertisement
---অনুপ চক্রবর্তী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 31, 2022 10:21 AM IST