TRENDING:

East Bardhaman : পূর্ব বর্ধমানে ১৬ ঘন্টার মধ্যে দুর্ঘটনা তিনটি যাত্রীবোঝাই বাসের! আহত ছয়

Last Updated:

১৬ ঘন্টায় পূর্ববর্ধমানে দুর্ঘটনার কবলে তিনটি যাত্রীবাহী বাস,আহত ছয়।রবিবার সন্ধ্যায় দেওয়ানদিঘী,রায়নার পর এবার সোমবার সকালেই খন্ডঘোষের মোল্লারোড মোড় সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সায়নী সরকার, পূর্ব বর্ধমান: ১৬ ঘন্টায় পূর্ববর্ধমানে দুর্ঘটনার কবলে তিনটি যাত্রীবাহি বাস,আহত ছয়। রবিবার সন্ধ্যায় দেওয়ানদিঘী,রায়নার পর এবার সোমবার সকালেই খন্ডঘোষের মোল্লা রোড মোড় সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। ছাগলকে বাঁচাতে গিয়ে রাস্তার ধারে নেমে যায় বাসটি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি বাঁকুড়ার দিক থেকে বর্ধমানের দিকে আসার সময় মোল্লা রোড মোড় এলাকায় সামনে একটি ছাগল চলে আসে। সেটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নেমে যায় এবং রাস্তার ধারে থাকা একটি দোকানের পাঁচিলে গিয়ে ধাক্কা মারে। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় বাস যাত্রীদের উদ্ধার করে।
দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস
দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস
advertisement

আরও পড়ুন: মাঠে কাজ করতে গিয়েই সর্বনাশ! বাজ পড়ে মৃত ১

তবে, এই ঘটনায় কেউ হতাহত হয়নি হলে দাবি পুলিশের। প্রসঙ্গত উল্লেখ্য, যে,রবিবার সন্ধ্যায় দেওয়ানদিঘী থানার বালিসা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে অপর একটি যাত্রীবাহী বাস ও মারুতি ভ্যান।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বর্ধমানের দিকে আসছিল বাসটি। বালিসা এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মারুতি গাড়িকে ধাক্কা মারার পর রাস্তার পাশে নয়ানজুলিতে নেমে যায়। দুর্ঘটনায় আহত হন ৪ জন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজে।

advertisement

আরও পড়ুন: ঘাটালে বন্যা পরিস্থিতিতে অন্যরকম ছবি! খাবার বিতরণ করছে পুলিশ, তদারকিতে স্বয়ং মহকুমা শাসক!

View More

অন্যদিকে,রবিবার সন্ধ্যা নাগাদ বর্ধমান থেকে নেত্রখন্ড যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পরে আরও একটি যাত্রীবাহী বাস। মোটরবাইক আরোহীকে বাঁচাতে গিয়ে আউসরা গ্রামের কাছে নয়ানজুলিতে নেমে যায় বাসটি। যদিও ঘটনা সময় বাসে কোনও যাত্রী ছিল না।ঘটনায় আহত হয় বাসের চালক ও খালাসি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দক্ষিণবঙ্গজুড়ে গত ২৭ দিন ধরে অবিরাম বৃষ্টিপাতের ফলে একাধিক রাস্তার অবস্থা এমনিতেই বেহাল তার উপর একাধিক যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়তেই পরিবহন দফতরের পক্ষ থেকে বাস মালিকদের বাড়তি সতর্ক করা হয়েছে বলে জেলা পরিবহণ দফতর সূত্রে জানা গেছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman : পূর্ব বর্ধমানে ১৬ ঘন্টার মধ্যে দুর্ঘটনা তিনটি যাত্রীবোঝাই বাসের! আহত ছয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল