Accident: মাঠে কাজ করতে গিয়েই সর্বনাশ! বাজ পড়ে মৃত ১
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
মাঠে কাজ করতে গিয়েছিলেন তিনজন। হঠাৎই বাজ পড়ে মৃত্যু হল এক চাষির। শোকের ছায়া পরিবারে।
রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: রবিবারের বেলায় হঠাৎই অঘটন। পরিবারের জন্য সামান্য রোজগারের আশায় বেরিয়েছিলেন মাঠে কাজ করতে। আর সেখানেই লুটিয়ে পড়লেন তিনি। মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারে নেমে এসেছে শোক ছায়া। জীবিত অবস্থায় বাড়ি থেকে বেরলেও মাঠেই মৃত্যু যুবকের, বাড়ি ফিরেছে তার নিথর দেহ। কাজ করার সময় প্রবল বৃষ্টিতেই দুই সহকর্মী চোখের সামনে সব শেষ।
মাঠে কাজ করতে গেলে, শুরু হয় ভয়াবহ বৃষ্টি, সঙ্গে পড়তে থাকে বাজ। এবার আবারও বাজ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ ব্লকের শ্রীকৃষ্ণপুরে। রবিবার দুপুরে মাঠে চাষের কাজ করার সময় হঠাৎই বাজ পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় মঙ্গল বেসরা (৪১) নামে ওই ব্যক্তির। এলাকার বাসিন্দা পরিমল কুন্ডু জানিয়েছেন, তিনজন মাঠে ঠিকা শ্রমিকের কাজ করতে যান। তখনই হঠাৎ করে প্রবল বাজ পড়তে শুরু করে। মর্মান্তিক মৃত্যু হয় এই যুবকের।
advertisement
advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বাড়ির কাছে অন্যের জমিতে মাঠে চাষের কাজ করছিলেন তিনজন। তাদের মধ্যে ছিলেন মঙ্গলও। দুপুর গড়াতেই কাল মেঘে ঢেকে যায় আকাশ। শুরু হয় বৃষ্টি ও বাজ পড়ে। সেই সময় বজ্রাঘাতে হঠাৎই তিনি মাঠে লুটিয়ে পড়েন। বাকিরা তাকে তুলে চিকিৎসকের কাছে আনলে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানাচ্ছেন, এখন চাষের সময়। মাঠে কাজ চলছে। হঠাৎই বাজ পড়ছে বিভিন্ন সময়। তাতেই বাড়ছে মৃত্যুর ঘটনা।নিহত মঙ্গলের পরিবারে রোজগারের উৎস ছিল সে নিজেই।ফলে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 14, 2025 11:12 PM IST