West Medinipur : ঘাটালে বন্যা পরিস্থিতিতে অন্যরকম ছবি! খাবার বিতরণ করছে পুলিশ, ত্রাণ শিবিরে তদারকিতে স্বয়ং মহকুমা শাসক!
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
বন্যা দুর্গতের পাশে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও ঘাটালের মহকুমা প্রশাসন। থানার ও মহকুমা শাসক এর উদ্যোগে খোলা হয়েছে কমিউনিটি কিচেন। প্রতিদিন সেখানেই রান্না হচ্ছে দুর্গত মানুষের জন্য ।
মিজানুর রহমান, ঘাটাল: পশ্চিম মেদিনীপুর : বছর ঘুরলেও বদলায়নি ছবি। ঘাটাল মহকুমায় আবারও প্রকৃতির ভয়ঙ্কর তাণ্ডবে জলে ডুবে বিস্তীর্ণ অঞ্চল ফলে বিপর্যস্ত জনজীবনও।
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বিস্তীর্ণ অঞ্চল বর্তমানে বন্যার কবলে। টানা বৃষ্টিতে ঘাটাল মহকুমার একাধিক গ্রাম জলে তলিয়ে গেছে। গ্রামের পর গ্রাম ভেসে যাচ্ছে বানের জলে। ঘরের ভেতরে ঢুকে পড়েছে জল। বহু পরিবারকে দিন কাটাতে হচ্ছে অবর্ণনীয় দুর্দশার মধ্যে।
advertisement
advertisement
একদিকে রাস্তার উপর দিয়ে বইছে নদীর স্রোত, অন্যদিকে বাজারে যেতে পারছে না বহু মানুষ। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনা তো দূরের কথা, অনেকে ঠিকমত রান্নাও করতে পারছেন না। শিশু, বৃদ্ধ ও অসহায় মানুষের দুর্দশার শেষ নেই। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও ঘাটাল মহকুমা প্রশাসন। থানা ও মহকুমা শাসকের উদ্যোগে খোলা হয়েছে কমিউনিটি কিচেন। প্রতিদিন সেখানে রান্না হচ্ছে দুর্গত মানুষের জন্য খাবার। সেই রান্না করা খাবার হাতে করে বন্যা কবলিত এলাকার মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন মহকুমা শাসক ও পুলিশকর্মীরা।
advertisement
সবচেয়ে বড় কথা, সেই খাবার বন্যা দুর্গত মানুষদের সঙ্গে নিজে বসে খাচ্ছেন মহকুমা শাসক সুমন বিশ্বাস। এমন ছবিই ধরা পড়ছে এলাকায়। আবার দাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অঞ্জনী তিওয়ারি নিজেই বন্যাদুর্গত মানুষের হাতে রান্না করা খাবারের প্যাকেট তুলে দিচ্ছেন। এ যেন এক অনন্য দায়িত্ববোধ আর মানবিকতার নজির।
মহকুমা শাসক ও পুলিশের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। অনেকেই বলেছেন, প্রশাসনের এমন মানবিক মুখ তাঁদের নতুন করে বাঁচার সাহস জোগাচ্ছে। বন্যার প্রকোপ যতই থাকুক, মানবিকতার এই হাতছানি নতুন আশার আলো দেখাচ্ছে ঘাটাল ও দাসপুরের মানুষকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 14, 2025 10:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur : ঘাটালে বন্যা পরিস্থিতিতে অন্যরকম ছবি! খাবার বিতরণ করছে পুলিশ, ত্রাণ শিবিরে তদারকিতে স্বয়ং মহকুমা শাসক!