রাতের বেলায় নানা রঙের আলোয় সৌন্দর্যায়ন নজর কাড়ত সকলের। তবে বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করা যায় ৮ নম্বর কালিবাড়ি মোড়ের দিক থেকে স্টেশন যাওয়ার পথে আসল টাইম সকাল ছটার সময় ঘড়িতে দেখাচ্ছে সকাল আটটা বেজে রয়েছে। ঠিক সেই সময়ে গোলবাজারের দিক থেকে আসা মানুষদের দেখাচ্ছে দশটা বেজে গিয়েছে।
আরও পড়ুন: বদ্ধভূমি বাংলাদেশ! হিন্দু নেতার বাড়িতে ওরা কারা, মহিলার মর্মান্তিক পরিণতি! ঘরে রক্তাক্ত দেহ
advertisement
অপরদিকে, মিলের পাঁচিল এলাকার দিক থেকে আসা মানুষদের সেই সময়ই ঘড়িতে দেখাচ্ছে বেজে রয়েছে চারটে। ফিরতি পথে স্টেশন এর দিক থেকে আসা মানুষজন দেখছেন রাত যখন দশটা বাজে, তখন ঘড়িতে দেখাচ্ছে রাত একটা। আর এই ঘড়ি দেখেই বেশ কয়েকজন নাগরিক পড়েছেন ইতিমধ্যেই সমস্যায়। অনেকেই এই ঘড়ির সময় দেখে সময় মিলিয়ে কাজ করতে গিয়ে মিস করেছেন ট্রেন, কেউ আবার দোকান খুলতেও করেছেন দেরি।
এরপর থেকে কয়েক দিন ধরেই এভাবে পড়ে থাকতে দেখা যায় এই সুউচ্চ ঘড়ির স্তম্ভটিকে। বিষয়টি নিয়েই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে অভিযোগ। এরপরই অবশেষে প্রশাসনের উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় ঘড়ির সময় ঠিক করার কাজ শুরু হল অশোকনগরে। এখন দেখার কত দিনে ঠিক হয় বিকল ঘড়িগুলি।
—- Rudra Narayan Roy