TRENDING:

Tigress Zeenat : ঝাড়গ্রামে কাটল 'আতঙ্ক', এবার নিশ্চিন্তে শীতের শর্ট ট্রিপ সেরে আসুন অযোধ্যা-গড় পঞ্চকোট

Last Updated:

ভরা পর্যটনের মরশুমে বাঘিনী জিনার ঝাড়গ্রাম জেলায় ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছিল পর্যটন ব্যবসায়ীরা। এবার স্বস্তি ফিরল তাদের মধ্যে। ঝাড়গ্রাম ছেড়ে পুরুলিয়ায় পাড়ি দিল বাঘিনী জিনাত।

advertisement
ঝাড়গ্রাম : এবার পর্যটকরা নিশ্চিনের বেড়াতে পারবে ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম থেকে পুরুলিয়ায় পাড়ি দিল বাঘিনী জিনাত। শনিবার গভীর রাতেই ঝাড়গ্রাম থেকে পাড়ি দিল বাঘিনী জিনাত। এই মুহূর্তে জিনাতের অবস্থান রয়েছে পুরুলিয়া জেলার রাইকির জঙ্গলে ওড়িশার সিমলিপাল থেকে আসা ট্রেকারদের রুটে জিনাতের এমনই চিত্র ধরা পড়েছে। রবিবার অনেকটাই হাঁফ ছেড়ে বেঁচেছেন ঝাড়গ্রাম জেলার বনবিভাগের কর্তারা ।
জিনাতের সন্ধানে বন কর্মীরা
জিনাতের সন্ধানে বন কর্মীরা
advertisement

শনিবার সকাল থেকে বেলপাহাড়ির গভীর জঙ্গলে ইন্টারনেট পরিষেবা ঠিকমত না থাকার কারণে জিনাতকে খুঁজে পাচ্ছিল না বনদফতরের কর্মীরা। পরে অবশ্য সন্ধ্যে নাগাদ গাড়রাশিনি পাহাড় সংলগ্ন এলাকায় জিনাতের গতিবিধি ধরা পড়ে সিমলিপাল টাইগার রিজার্ভের ট্রেকার।

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

শনিবার সকাল থেকে ঝাড়গ্রাম বন বিভাগের পক্ষ থেকে বেলপাহাড়ি থানার অন্তর্গত জঙ্গল সংলগ্ন জুয়ারধরা, জবলা, ছুরিমারা, মানিয়ার্ডি , তেলিঘানা, ওড়লী, দলাদলি, আমলাশোল, ময়ূরঝর্ণা , কাঁকড়াঝোর এলাকায় সতর্কতা জারি করা হয়েছিল।

advertisement

জানা গিয়েছে, ময়ূরঝর্ণা, বকডুবির জঙ্গলের সঙ্গেই রয়েছে পুরুলিয়ার জঙ্গল। শনিবার গভীর রাতে ময়ূরঝর্ণার জঙ্গল পেরিয়ে পুরুলিয়া জেলার রায়কির জঙ্গলে ঢুকে পড়ে বাঘিনী জিনাত। রায়কির পাহাড় ,শাল জঙ্গলে প্রায় ২০০ হেক্টর এলাকা গভীর জঙ্গল রয়েছে। পুরোটাই সেডো জনের আওতায়। ঠিকমত কাজ করে না ইন্টারনেট পরিষেবা। গভীর জঙ্গলে যাওয়ার নেই কোনও রাস্তা। ফলে জিনাতকে খুঁজে পাওয়া আরও চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে সিমলিপাল টাইগার রিজার্ভের কর্মীদের কাছে।

advertisement

আরও পড়ুন Fatty Liver Homely Juice Remedy: লিভারে জমা ফ্যাট ছেঁটে ফেলবে, বাড়ির তৈরি এই ৫ জুস যেন ‘অমৃত টনিক’, লিভার ফাংশন বাড়িয়ে তুলবে বহুগুণ

প্রসঙ্গত, ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভ থেকে বাঘিনী জিনাত রোমিং করার সময় ঝাড়খন্ড রাজ্যের চাকুলিয়া রেঞ্জের রাজাবাঁসার জঙ্গলে ঢুকে পড়ে। বেশ কয়েকদিন রাজাবাঁসার জঙ্গলে থাকার পর জিনাত শুক্রবার গভীর রাতে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার অন্তর্গত কটুচুয়া এলাকায় ঢুকে যায়। তারপর শনিবার সকাল থেকে জিনাতের আর কোন হদিস পাওয়া যায়নি। কেবলমাত্র জুয়ারধরা গ্রামের কাছে জিনাতের পায়ের ছাপ পাওয়া গিয়েছিল বলে জানা গিয়েছে। বনদফতরের কর্মীরা পাঁচ থেকে ছয়টি ভাগে ভাগ হয়ে ট্রেকারের মাধ্যমে জিনাতের সন্ধান করতে থাকে।

advertisement

শনিবার সন্ধ্যায় গাড়রাশিনি পাহাড়ে কাছে জিনাতের হদিস পাওয়া গিয়েছে। রবিবার সকালে জানা যায় ঝাড়গ্রাম জেলা থেকে জিনাত পুরুলিয়া জেলায় ঢুকে পড়াই যথেষ্ট স্বস্তি ঝাড়গ্রাম বনবিভাগের কর্মীরা।ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম বলেন,” ঝাড়গ্রাম জেলায় এখন বাঘিনী নেই। শনিবার গভীর রাতে বেলপাহাড়ি জঙ্গল থেকে পুরুলিয়ার জঙ্গলে চলে গিয়েছে”।

সেরা ভিডিও

আরও দেখুন
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিকেতনে রয়েছে কবিগুরুর ছাপাখানা, ঐতিহ্য-ইতিহাস
আরও দেখুন

 বুদ্ধদেব বেরা 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tigress Zeenat : ঝাড়গ্রামে কাটল 'আতঙ্ক', এবার নিশ্চিন্তে শীতের শর্ট ট্রিপ সেরে আসুন অযোধ্যা-গড় পঞ্চকোট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল