মামা ভাগ্নে পাহাড়কে কেন্দ্র করে রয়েছে ঐতিহাসিক এবং একাধিক পৌরাণিক কাহিনি। এর পাশাপাশি এই পাহাড় বীরভূমের ভূগোলের ক্ষেত্রে আলাদা ঐতিহ্য বহন করে। বীরভূমের একমাত্র পাহাড় হিসাবে এই মামা ভাগ্নে পাহাড় রয়েছে দুবরাজপুর শহরে। এই পাহাড় হল ছোটনাগপুর মালভূমির অংশ। মামা ভাগ্নে পাহাড় মূলত গ্রানাইট পাথর দিয়ে তৈরি।
আরও পড়ুন: পেনশন আকারে সারা জীবন মিলবে লক্ষ্মীর ভাণ্ডার! বিরাট ঘোষণা মমতার, ব্যাপক খুশি মহিলারা
advertisement
মামা ভাগ্নে পাহাড়কে কেন্দ্র করে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের আগমণ হয়ে থাকে। পাহাড়ের সৌন্দর্য রক্ষার জন্য দুবরাজপুর পৌরসভার কর্মীরা প্রতিনিয়ত নিজেদের কাজ চালিয়ে যান। কীভাবে পৌঁছাবেন এই পাহাড় সে বিষয়ে জেনে রাখুন। দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড় সিউড়ি থেকে সহজেই জাতীয় সড়ক ধরে যাওয়া যায়।
আরও পড়ুন: ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে নুসরতকে নিয়ে জোর সওয়াল কোর্টে, আদালতে হাজির হওয়ার দাবি
এছাড়াও দুবরাজপুর রেলস্টেশনে নেমে সামান্য রাস্তা পাড়ি দিলেই সহজে পৌঁছে যাওয়া যাবে মামা ভাগ্নে পাহাড়। প্রসঙ্গত, বীরভূমের এই মামা ভাগ্নে পাহাড়ে শুটিং হয়েছে বিভিন্ন চলচ্চিত্রের দৃশ্য। সেই তালিকায় রয়েছে সত্যজিৎ রায়ের অভিযান, গুপী গাইন বাঘা বাইন এবং সন্দীপ রায়ের রবার্টসনের রুবি, গোঁসাইপুর সরগরম ইত্যাদি।
—— সৌভিক রায়