TRENDING:

Winter Tour: খরচ নামমাত্র, শীতের মরশুমে ঘুরে আসুন বীরভূমের এই সুন্দর পাহাড়ের কোলে

Last Updated:

Winter Tour: মামা ভাগ্নে পাহাড়কে কেন্দ্র করে রয়েছে ঐতিহাসিক এবং একাধিক পৌরাণিক কাহিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: বাঙ্গালির বিভিন্ন চাহিদার মধ্যে অন্যতম হল ভ্রমণ। যে কারণে বাঙালিদের ভ্রমণ পিপাসু বলা হয়ে থাকে। এই বছর ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহে শীতের ঠাণ্ডা পড়তে শুরু করেছে বীরভূমে। করোনাকালে ভাইরাসের আতঙ্কে বহু বাঙালি ভ্রমণের ক্ষেত্রে দূরযাত্রা এড়িয়ে চলেছেন। গত বছর থেকে ছোট্ট ট্রিপ হিসাবে পর্যটকরা আসছেন বীরভূমের মামা ভাগ্নে পাহাড় ভ্রমণে।
advertisement

মামা ভাগ্নে পাহাড়কে কেন্দ্র করে রয়েছে ঐতিহাসিক এবং একাধিক পৌরাণিক কাহিনি। এর পাশাপাশি এই পাহাড় বীরভূমের ভূগোলের ক্ষেত্রে আলাদা ঐতিহ্য বহন করে। বীরভূমের একমাত্র পাহাড় হিসাবে এই মামা ভাগ্নে পাহাড় রয়েছে দুবরাজপুর শহরে। এই পাহাড় হল ছোটনাগপুর মালভূমির অংশ। মামা ভাগ্নে পাহাড় মূলত গ্রানাইট পাথর দিয়ে তৈরি।

আরও পড়ুন: পেনশন আকারে সারা জীবন মিলবে লক্ষ্মীর ভাণ্ডার! বিরাট ঘোষণা মমতার, ব্যাপক খুশি মহিলারা

advertisement

মামা ভাগ্নে পাহাড়কে কেন্দ্র করে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের আগমণ হয়ে থাকে। পাহাড়ের সৌন্দর্য রক্ষার জন্য দুবরাজপুর পৌরসভার কর্মীরা প্রতিনিয়ত নিজেদের কাজ চালিয়ে যান। কীভাবে পৌঁছাবেন এই পাহাড় সে বিষয়ে জেনে রাখুন। দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড় সিউড়ি থেকে সহজেই জাতীয় সড়ক ধরে যাওয়া যায়।

View More

advertisement

আরও পড়ুন: ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে নুসরতকে নিয়ে জোর সওয়াল কোর্টে, আদালতে হাজির হওয়ার দাবি

এছাড়াও দুবরাজপুর রেলস্টেশনে নেমে সামান্য রাস্তা পাড়ি দিলেই সহজে পৌঁছে যাওয়া যাবে মামা ভাগ্নে পাহাড়। প্রসঙ্গত, বীরভূমের এই মামা ভাগ্নে পাহাড়ে শুটিং হয়েছে বিভিন্ন চলচ্চিত্রের দৃশ্য। সেই তালিকায় রয়েছে সত্যজিৎ রায়ের অভিযান, গুপী গাইন বাঘা বাইন এবং সন্দীপ রায়ের রবার্টসনের রুবি, গোঁসাইপুর সরগরম ইত্যাদি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জগদ্ধাত্রীর আরাধনার মেতে উঠবে কান্দির পাল বাড়ি, চলছে ২০০ বছর ধরে! প্রস্তুতি তুঙ্গে
আরও দেখুন

—— সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Winter Tour: খরচ নামমাত্র, শীতের মরশুমে ঘুরে আসুন বীরভূমের এই সুন্দর পাহাড়ের কোলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল