Nusrat Jahan: ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে নুসরতকে নিয়ে জোর সওয়াল কোর্টে, আদালতে হাজির হওয়ার দাবি

Last Updated:

Nusrat Jahan: সরকারি আইনজীবী বলেন, নিম্ন আদালতের অর্ডারে কোনও ভুল নেই। নিম্ন আদালতের অর্ডার ছিল, নুসরতকে রোজ আসতে হবে না।

নুসরতের নাম উঠল আদালতে
নুসরতের নাম উঠল আদালতে
কলকাতা: ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে সাংসদ নুসরত জাহানকে তলব করে নথি চেয়েছিল ইডি। অভিযোগ, সম্পূর্ণ নথিও জমা দেননি নুসরত জাহান। ২৪ কোটির ফ্ল্যাট প্রতারণা মামলায় গত ১২ সেপ্টেম্বর নুসরতকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। অভিযুক্ত কোম্পানির আরেক ডিরেক্টর রাকেশ সিংকেও তলব করেছিল ইডি। এবার আদালতেও বিস্ফোরক অভিযোগ তুলেছেন প্রতারিতদের পক্ষের আইনজীবী। প্রতারিতদের পক্ষের আইনজীবী বলেন, প্রথমত, এই মামলায় নুসরতকে একবার অন্তত হাজিরা দেওয়ার আবেদন। সঙ্গে বন্ড দিতে হবে। দ্বিতীয়ত, আদালতের প্রয়োজনে যেন আসেন নুসরত।
সরকারি আইনজীবী বলেন, নিম্ন আদালতের অর্ডারে কোনও ভুল নেই। নিম্ন আদালতের অর্ডার ছিল, নুসরতকে রোজ আসতে হবে না। কিন্তু ৩১৩ সিআরপিসি, চার্জ ফ্রেম গঠনের দিন হাজিরার উপস্থিত থাকতে হবে, আর তাই জন্য ৮৮-এর বন্ড দিতে হবে। দুপক্ষের সওয়াল জবাব শুনে আলিপুর আদালতের বিচারক ২২ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেন।
advertisement
advertisement
প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর নুসরত জাহানকে তলব করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। প্রায় সাড়ে ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। ২০১৪-১৫ সালে নুসরত যে সংস্থার ডিরেক্টর ছিলেন, সেই ‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ব্যাঙ্ক কর্মীদের সঙ্গে ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রতারণা করেছে বলে অভিযোগ ওঠে।
advertisement
অভিযোগ, প্রথমে নুসরত তাঁদের আশ্বস্ত করেছিলেন ২ কামরার ফ্ল্যাট দেবেন। প্রতিশ্রুতি পূরণ করেননি। পরে বলেন, হিডকোর কাছে তিন কামরার ফ্ল্যাট দেবেন। বছর পেরিয়ে সেই প্রতিশ্রুতিও পূরণ হয়নি। এরই মধ্যে নুসরত নিজে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাট কেনেন। নুসরতের বিরুদ্ধে ব্যাঙ্কের কর্মীরা প্রথমে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু সে সময়ে পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। এরপর আলিপুর আদালতে গিয়ে মামলা ফাইল করেন প্রতারিতরা। এরপর বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা এই অভিযোগ সামনে আনেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nusrat Jahan: ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে নুসরতকে নিয়ে জোর সওয়াল কোর্টে, আদালতে হাজির হওয়ার দাবি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement