Nusrat Jahan: ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে নুসরতকে নিয়ে জোর সওয়াল কোর্টে, আদালতে হাজির হওয়ার দাবি
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:Arpita Hazra
Last Updated:
Nusrat Jahan: সরকারি আইনজীবী বলেন, নিম্ন আদালতের অর্ডারে কোনও ভুল নেই। নিম্ন আদালতের অর্ডার ছিল, নুসরতকে রোজ আসতে হবে না।
কলকাতা: ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে সাংসদ নুসরত জাহানকে তলব করে নথি চেয়েছিল ইডি। অভিযোগ, সম্পূর্ণ নথিও জমা দেননি নুসরত জাহান। ২৪ কোটির ফ্ল্যাট প্রতারণা মামলায় গত ১২ সেপ্টেম্বর নুসরতকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। অভিযুক্ত কোম্পানির আরেক ডিরেক্টর রাকেশ সিংকেও তলব করেছিল ইডি। এবার আদালতেও বিস্ফোরক অভিযোগ তুলেছেন প্রতারিতদের পক্ষের আইনজীবী। প্রতারিতদের পক্ষের আইনজীবী বলেন, প্রথমত, এই মামলায় নুসরতকে একবার অন্তত হাজিরা দেওয়ার আবেদন। সঙ্গে বন্ড দিতে হবে। দ্বিতীয়ত, আদালতের প্রয়োজনে যেন আসেন নুসরত।
সরকারি আইনজীবী বলেন, নিম্ন আদালতের অর্ডারে কোনও ভুল নেই। নিম্ন আদালতের অর্ডার ছিল, নুসরতকে রোজ আসতে হবে না। কিন্তু ৩১৩ সিআরপিসি, চার্জ ফ্রেম গঠনের দিন হাজিরার উপস্থিত থাকতে হবে, আর তাই জন্য ৮৮-এর বন্ড দিতে হবে। দুপক্ষের সওয়াল জবাব শুনে আলিপুর আদালতের বিচারক ২২ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেন।
advertisement
advertisement
প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর নুসরত জাহানকে তলব করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। প্রায় সাড়ে ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। ২০১৪-১৫ সালে নুসরত যে সংস্থার ডিরেক্টর ছিলেন, সেই ‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ব্যাঙ্ক কর্মীদের সঙ্গে ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রতারণা করেছে বলে অভিযোগ ওঠে।
advertisement
অভিযোগ, প্রথমে নুসরত তাঁদের আশ্বস্ত করেছিলেন ২ কামরার ফ্ল্যাট দেবেন। প্রতিশ্রুতি পূরণ করেননি। পরে বলেন, হিডকোর কাছে তিন কামরার ফ্ল্যাট দেবেন। বছর পেরিয়ে সেই প্রতিশ্রুতিও পূরণ হয়নি। এরই মধ্যে নুসরত নিজে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাট কেনেন। নুসরতের বিরুদ্ধে ব্যাঙ্কের কর্মীরা প্রথমে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু সে সময়ে পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। এরপর আলিপুর আদালতে গিয়ে মামলা ফাইল করেন প্রতারিতরা। এরপর বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা এই অভিযোগ সামনে আনেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 11, 2023 12:59 PM IST