রাজ্যের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই মহিলাদের সুরক্ষার জন্য তৈরি হয়েছে উইনার্স টিম । এ বার সেই উইনার্স টিম তৈরি করল বীরভূম জেলা পুলিশ । ২০ সদস্যের মহিলা পুলিশকর্মী নিয়ে এই টিম তৈরি করা হয়েছে । এই টিমের একটি টিম থাকবে সিউড়িতে এবং একটি থাকবে বোলপুরে । এক একটি টিমে মোট ১০ জন করে মহিলা সদস্য রয়েছে । এই টিমের কাজ হল মহিলাদের যে কোনও রকম সুবিধা অসুবিধা নিয়ে কাজ করা । সে সাধারণ নিরাপত্তা হোক অথবা সাইবার নিরাপত্তা ।
advertisement
আরও পড়ুন : মানসিক ভারসাম্যহীন কিশোরী ‘ধর্ষিতা’ দূর সম্পর্কের মামার হাতে
এই উইনার্স টিমকে ৫ টি করে ১০ টি স্কুটি দেওয়া হচ্ছে । যেগুলি সব সময় তাদের সঙ্গে থাকবে । যাতে কোনও মহিলা সমস্যায় পড়লে তৎক্ষণাৎ উইনার্স টিমের সদস্যরা পৌঁছে যেতে পারে সেই স্থানে ।
আরও পড়ুন : জঙ্গল পেরিয়ে রাস্তায় হাতির পাল, ভিড় জমালেন পর্যটকেরা
জেলা সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি জানান , ‘‘মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় গোটা রাজ্য জুড়েই তৈরি করা হয়েছে উইনার্স টিম । তার মধ্যে থাকবেন মহিলা পুলিশকর্মীরা যাঁরা বিভিন্ন জায়গায় টহলদারি করবেন । নারীদের সুরক্ষা দিতে সমস্ত ব্যবস্থা তাঁরা করবেন । শহরের যেকোনও জায়গায় বাজার , শপিং মল ইত্যাদি সব জায়গায় তারা পরিদর্শন করবে এবং দেখবে সেই জায়গা গুলোতে নারী সুরক্ষিত কিনা । এই টিম তৈরিতে নারীরাও নিজেদের সুরক্ষিত মনে করবে এবং কোনো সমস্যা হলে নির্দ্বিধায় অভিযোগ জানাতে পারবে । এই টিম সিউড়ি ও বোলপুর দুই জায়গায় তৈরি করা হয়েছে । দুটি টিম পরিদর্শন করবে সিউড়ি ও বোলপুর দুই জায়গায় । "