বকখালি সমুদ্র সৈকতে ইতিমধ্যে খুদে পর্যটকদের জন্য রিমোট চালিত গাড়ি আনা হয়েছে। তিনটি এইরকম রিমোট চালিত গাড়ি চলছে। সেই গাড়িগুলি ইতিমধ্যে জনপ্রিয়তা লাভ করেছে। এই গাড়ি সবার মধ্যে ভাল সাড়া ফেলেছে বলে জানিয়েছেন এই গাড়িগুলির অপারেটর দেবাশিষ হালদার।
আসলে গাঙ্গেয় সুন্দরবনের উপকূলগুলি বিশাল বিস্তৃত চওড়া সৈকত দিয়ে গঠিত। এই সৈকতগুলিতে পলিমাটির পরিমাণ অনেক বেশি। ফলে গাড়ি চালানো যায়। বাংলাদেশের কুয়াকাটা, কক্সবাজার সহ বিভিন্ন উপকূলে এই ব্যবস্থা রয়েছে।
advertisement
গাঙ্গেয় সুন্দরবনের উপকূল বলতে গঙ্গাসাগর, বকখালি, গোবর্ধনপুরেও বিস্তৃত সমুদ্র সৈকত আছে, যা গাড়ি চালানোর জন্য উপযুক্ত। ফলে শিশুদের রিমোট চালিত গাড়ি চালানোর পর সেই সম্ভাবনা আরও বাড়ছে।
গঙ্গাসাগর বকখালি ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মালি জানিয়েছেন, বকখালির সমুদ্র সৈকত বিস্তীর্ণ সাদা বালির চর হিসেবে পরিচিত। এত বড় চর আর কোথাও পাওয়া যাবে না। ইতিমধ্যে সমুদ্র সৈকতের পাড় বরাবর একটি রাস্তা তৈরির কাজ চলছে। সেখান দিয়ে গাড়ি চালানো যাবে।
আরও পড়ুন- ১৮ কোটি টাকার মদ বিক্রি! পুজোয় রেকর্ড বাংলার এই জেলার
এই সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত হলে একসময় বকখালি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে মত সকলের। এখন সেখানে খুলে পর্যটকদের জন্য চলছে রিমোট চালিত গাড়ি। ফলে ভবিষ্যতে সেখানে গাড়ি চালানোর সম্ভাবনা বাড়ছে।