Liquor Sale : ১৮ কোটি টাকার মদ বিক্রি! পুজোয় রেকর্ড, বাংলার এই জেলার সুরাপ্রেম নিয়ে এখন চলছে আলোচনা
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Liquor Sale- জেলা আবগারি দফতর সুত্রে জানা গিয়েছে, এবছর শারদোৎসবে পঞ্চমীর দিন থেকে লক্ষ্মীপুজোর আগের দিন পর্যন্ত ১৮ কোটি ৩৩ লক্ষ ১২ হাজার ৮৫১ টাকার মদ বিক্রি হয়েছে।
পুরুলিয়া ,শর্মিষ্ঠা ব্যানার্জি : উৎসবের আনন্দে সুরার ফোয়ারা ফুটেছে পুরুলিয়াতে। দুর্গোৎসবের মদ বিক্রিতে রেকর্ড করেছে পুরুলিয়া। তবে ছাপিয়ে যেতে পারেনি বিগত বছরের রেকর্ড।
জেলা আবগারি দফতর সুত্রে জানা গিয়েছে, এবছর শারদোৎসবে পঞ্চমীর দিন থেকে লক্ষ্মীপুজোর আগের দিন পর্যন্ত ১৮ কোটি ৩৩ লক্ষ ১২ হাজার ৮৫১ টাকার মদ বিক্রি হয়েছে। উৎসবের মরশুমে সুরা বিক্রির মাত্রা এক লাফে যেন আকাশ ছুঁয়েছে।
এই বিষয়ে ডেপুটি এক্সসাইজ কালেক্টর (DEC) পুরুলিয়া সদর প্রতাপ সরকার বলেন, এ বছর মদ বিক্রি ১৮ কোটির বেশি হয়েছে। তবে বিগত বছরে ২৩ কোটির বেশি টাকার মদ বিক্রি হয়েছিল। ২০২৪ এর দুর্গাপুজোয় ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত জেলায় মদ বিক্রি হয়েছিল ২৩ কোটি ৬৬ লক্ষ ৬৮ হাজার ৮৩২ টাকার। তাই বিগত বছরের রেকর্ড ভাঙতে পারেনি এ-বছর। কারণ এ-বছর দশমীর দিন ছিল গান্ধী জয়ন্তী। তাই মদ বিক্রি সম্পূর্ণভাবেই বন্ধ ছিল সেদিন। সেই কারণে এ-বছর বিক্রির মাত্রা কমেছে। এছাড়াও বৃষ্টি হওয়ার কারণে বিয়ার বিক্রিও কম হয়েছে বিগত বছরের তুলনায়।
advertisement
advertisement
জেলা আবগারি দফতর সূত্রে আরও জানা গিয়েছে, গত বছরের তুলনায় এ-বছর দেশি মদ বিক্রি বেশি হয়েছে। গত বছরে দেশি মদ বিক্রি হয়েছিল ৩ লক্ষ ১৭ হাজার ৭৯৭.৭৭ লিটার। এবছর তার পরিমাণ ৩ লক্ষ ২২ হাজার ৭৭৬. ১৫ লিটার। গত বছর বিদেশি মদ বিক্রি হয়েছিল ৬২,৬২৪.৮৬ লিটার, এ বার তা দাঁড়িয়েছে ৬৪,৫৭৫.৭১ লিটার। যদিও ৪.৩৯ শতাংশ বিক্রি কমেছে বিয়ারের। গত বছর বিয়ার বিক্রি হয়েছিল ৯৭,৪০৮.৮৬ লিটার। এ-বার বিয়ার বিক্রি হয়েছে ৯৩,১৩৪. ২১ লিটার। তুলনামূলক বিদেশি মদ ও বিয়ারের বিক্রি কমেছে এ-বছর। তাই বিগত বছরের থেকে এ-বছর মদ বিক্রি প্রায় পাঁচ কোটির কাছাকাছি কম হয়েছে।
advertisement
আরও পড়ুন- অল্প খরচে বেশি ফলন, পরিশ্রম নেই বললেই চলে! চাষ করতে পারেন এই পদ্ধতিতে
উৎসবের আনন্দে মদের বিক্রি যথেষ্টই ভাল হয়েছে। পুজোর অনেক আগে থেকেই জেলার বিভিন্ন প্রান্তে অবৈধ চোলাই মদের ঠেকে অভিযান করেছিল জেলা আবগারি দফতর। আর তাতেই বৈধভাবে মদ বিক্রি হয়েছে বলে মনে করছেন আবগারি আধিকারিকরা। রাজ্যের কোষাগারে রাজস্ব বেড়েছে। আগামিদিনে এভাবেই অবৈধ মদের বিরুদ্ধে অভিযান চালাবে আবগারি দফতর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
October 09, 2025 6:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Liquor Sale : ১৮ কোটি টাকার মদ বিক্রি! পুজোয় রেকর্ড, বাংলার এই জেলার সুরাপ্রেম নিয়ে এখন চলছে আলোচনা