Money Making Tips: অল্প খরচে বেশি ফলন, পরিশ্রম নেই বললেই চলে! চাষ করতে পারেন এই পদ্ধতিতে
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Money Making Tips: পায়রা পদ্ধতিতে চাষে অল্প খরচে ও পরিশ্রমে মুসুর, ছোলা, সর্ষে-সহ নানা ডাল শস্য চাষ করা যায়। জমি তৈরি, সেচ বা সার প্রয়োগ ছাড়াই চাষ সম্ভব, ফলে চাষিরা পাচ্ছেন বেশি ফলন ও লাভ
বর্তমানে চাষিরা নানা নতুন পদ্ধতিতে কৃষিকাজের দিকে ঝুঁকছেন। তার মধ্যেই অন্যতম হল পায়রা পদ্ধতিতে ডাল শস্য চাষ। এই বিশেষ পদ্ধতিতে খুব সহজভাবে মুসুর ডাল, ছোলা, সর্ষে, মটরসহ আরও নানা রকম ডাল শস্য চাষ করা সম্ভব। সবচেয়ে বড় বিষয় হল, এই চাষ করতে গেলে প্রায় কোনও অর্থ খরচ হয় না। খরচ হলেও তা অত্যন্ত সামান্য। (তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সাধারণ পদ্ধতির তুলনায় পায়রা পদ্ধতিতে চাষ করলে অনেক কম সময়ে ফসল ঘরে তোলা যায়। আলাদা করে সেচেরও প্রয়োজন হয় না। ফলে চাষের সময়, খরচ ও শ্রম সব দিক থেকেই এটি লাভজনক। তাই বর্তমানে বহু সাধারণ চাষিও এই পদ্ধতিতে চাষের প্রতি আগ্রহী হয়ে উঠছেন। চাষি উদয়ন ঘোষ বলেন, "আমি এই পায়রা পদ্ধতিতে চাষ করে লাভবান হয়েছি।" (তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী)