দিঘা পর্যটন কেন্দ্রকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে বদলে দিতে একাধিক পদক্ষেপ রাজ্য সরকারের। রাজ্য সরকার আগেই চালু করেছিল দিঘা – কলকাতা হেলিকপ্টার সার্ভিস। ২০১৬ সালে বেহালার ফ্লাইং ক্লাব থেকে দিঘা পর্যন্ত হেলিকপ্টার সার্ভিস পরিষেবা চালু করা হয়। শনি ও রবিবার এই হেলিকপ্টার সার্ভিস পরিষেবা চালু হয়। মাথাপিছু ভাড়া ২০০০ টাকা। এই হেলিকপ্টার সার্ভিস খুব জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু করোনা অতিমারির কাল থেকে বন্ধ হয়ে যায় কলকাতা-দিঘা বা দিঘা-কলকাতা হেলিকপ্টার সার্ভিস। এই হেলিকপ্টার পরিষেবার উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বর্তমানে হেলিকপ্টার পরিষেবা বন্ধ রয়েছে।
advertisement
আরও পড়ুন- বিরাট ক্ষতিকর…! ‘তেলাপিয়া’ মাছ-ই ডেকে আনছে ভয়ঙ্কর বিপদ, যা বলছেন গবেষকরা, শুনলে আঁতকে উঠবেন
করোনা অতিমারিকালের সময় থেকে বন্ধ হেলিকপ্টার সার্ভিস চালু করার আবারও জোরালো দাবি উঠেছে। এই পরিষেবা পুজোর আগেই চালু হোক। বর্তমানে দিঘার সৌন্দর্যায়ন ও পরিকাঠামগত অনেকটাই উন্নতি হয়েছে। একদিকে ট্রেন পথ অন্যদিকে বাস পরিষেবা, সঙ্গে প্রাইভেট গাড়ির মাধ্যমে পর্যটকরা আসেন দিঘায়। বর্তমানে হেলিকপ্টার পরিষেবা বন্ধ, হেলিপ্যাডটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে পূর্ত দফতর। দিঘায় পর্যটকদের আকর্ষণ বরাবরই। হেলিকপ্টার পরিষেবা চালু হলে অনেকটাই আনন্দ উপভোগ করতে পারবেন বলে মনে করছেন দিঘায় আসা পর্যটক থেকে স্থানীয় প্রশাসন।
বাঙ্গালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগেই এই হেলিকপ্টার পরিষেবা চালু করার দাবি উঠছে। এ বিষয়ে রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার বলেন, “এই পরিষেবা চালু হলে পর্যটকরা অনেকটা সুবিধা পাবে। পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে পর্যটন শহর দিঘা।” যদিও এ বিষয়ে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক তথা কাঁথির মহকুমা শাসক শৌভিক ভট্টাচার্য বলেন ‘এই মুহূর্তে পরিষেবা চালুর কোনও খবর নেই তবে ঊর্ধ্বতন মহলে যেমন নির্দেশ আসবে সেই মত পদক্ষেপ গ্রহণ করা হবে।’ পর্যটক-সহ স্থানীয় বাসিন্দাদের দাবি দিঘা কলকাতা হেলিকপ্টার সার্ভিস দ্রুতই চালু করা হোক।
সৈকত শী