TRENDING:

গভীর রাতে শুরু 'তেনাদের' তাণ্ডব! ভয়ে কাঁটা গ্রামবাসী

Last Updated:

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর, শোভন দাসঃ গভীর রাতে শুরু হল তাণ্ডব! বুনো হাতিদের দাপটে আতঙ্কের ছায়া পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু’নম্বর ব্লকের গোয়ালতোড় থানার লগিনুয়ারী গ্রামে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ দুটি দোকানে তাণ্ডব চালিয়েছে হাতির দল। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রতীকী ছবি
চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রতীকী ছবি
advertisement

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। কয়েকটি বুনো হাতি খাবারের খোঁজে গ্রামে তাণ্ডব চালায়। ক্ষতিগ্রস্ত হয় একটি অঙ্গনওয়াড়ির দরজা সহ স্থানীয় দু’টি দোকানের সাটার। দোকানের সাটার ও অঙ্গনওয়াড়ির দরজা ভেঙে খাবারের খোঁজ করে বুনো হাতিগুলি।

আরও পড়ুনঃ জীবিত ব্যক্তি কাগজপত্রে মৃত! তুলে নেওয়া হল পিএফের টাকা, তারপর…? চাঞ্চল্যকর ঘটনা রাজ্যে

advertisement

ইতিমধ্যেই বন দফতরের কাছে ক্ষতিপূরণের আর্জি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। পাশাপাশি বন দফতরের তরফ থেকে ওই হাতিগুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালানো হচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময়ে লোকালয়ে প্রবেশ করে তাণ্ডব চালিয়েছে বুনো হাতির দল। গোয়ালতোড় থানার লগিনুয়ারী গ্রামেও এমনটাই ঘটল। গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ স্থানীয় দু’টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই হাতিগুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন বন দফতরের আধিকারিকরা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গভীর রাতে শুরু 'তেনাদের' তাণ্ডব! ভয়ে কাঁটা গ্রামবাসী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল