জীবিত ব্যক্তি কাগজপত্রে মৃত! তুলে নেওয়া হল পিএফের টাকা, তারপর...? চাঞ্চল্যকর ঘটনা রাজ্যে
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
চা বাগানের জীবিত শ্রমিকদের মৃত দেখিয়ে তুলে নেওয়া হয়েছে প্রভিডেন্ট ফান্ডে জমানো সমস্ত টাকা
জলপাইগুড়ি, শান্তনু করঃ বেঁচে আছেন, কিন্তু কাগজপত্রে সবাই মৃত! এমন আজব কাণ্ড ঘটেছে ডুয়ার্সে। সেখানকার ধরনীপুর চা বাগানের জীবিত শ্রমিকদের মৃত দেখিয়ে তুলে নেওয়া হয়েছে প্রভিডেন্ট ফান্ডে জমানো সমস্ত টাকা। একজন, দু’জন শ্রমিক নন, শতাধিক চা শ্রমিকের সঙ্গে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ।
ইতিমধ্যেই এই নিয়ে জলপাইগুড়ি রিজিওনাল পিএফ কমিশনারের দারস্থ হয়েছেন অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের সদস্যরা। তাঁদের দাবি, এই ঘটনার পিছনে কারা যুক্ত তাঁদের চিহ্নিত করে আইনানুগ পদক্ষেপ করতে হবে।
আরও পড়ুনঃ ঐতিহ্যের কুমোরটুলিতে অবহেলার ছাপ! কীভাবে কাটছে শিল্পীদের দিন? জানলে চোখে জল আসবে!
বিষয়টি নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসকদলও। কেন্দ্রের অধীনে থাকা পিএফ দফতর থেকে কীভাবে এমন ঘটনা ঘটল, সেই নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল। এমনটা হওয়ার কথা নয়। স্বপক্ষে যুক্তি দিলেও ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন জলপাইগুড়ির রিজিওনাল পিএফ কমিশনার পবন বনসল।
advertisement
advertisement
প্রসঙ্গত, জীবিত শ্রমিক কাগজপত্রে মৃত, তুলে নেওয়া হয়েছে তাঁদের পিএফের টাকা। এমন ঘটনা রাজ্যে কার্যত বেনজির। কীভাবে এমনটা ঘটল, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন জলপাইগুড়ির রিজিওনাল পিএফ কমিশনার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 14, 2025 1:10 PM IST