জীবিত ব্যক্তি কাগজপত্রে মৃত! তুলে নেওয়া হল পিএফের টাকা, তারপর...? চাঞ্চল্যকর ঘটনা রাজ্যে

Last Updated:

চা বাগানের জীবিত শ্রমিকদের মৃত দেখিয়ে তুলে নেওয়া হয়েছে প্রভিডেন্ট ফান্ডে জমানো সমস্ত টাকা

প্রভিডেন্ট ফান্ডে জমানো সব টাকা তুলে নেওয়া হয়েছে। প্রতীকী ছবি
প্রভিডেন্ট ফান্ডে জমানো সব টাকা তুলে নেওয়া হয়েছে। প্রতীকী ছবি
জলপাইগুড়ি, শান্তনু করঃ বেঁচে আছেন, কিন্তু কাগজপত্রে সবাই মৃত! এমন আজব কাণ্ড ঘটেছে ডুয়ার্সে। সেখানকার ধরনীপুর চা বাগানের জীবিত শ্রমিকদের মৃত দেখিয়ে তুলে নেওয়া হয়েছে প্রভিডেন্ট ফান্ডে জমানো সমস্ত টাকা। একজন, দু’জন শ্রমিক নন, শতাধিক চা শ্রমিকের সঙ্গে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ।
ইতিমধ্যেই এই নিয়ে জলপাইগুড়ি রিজিওনাল পিএফ কমিশনারের দারস্থ হয়েছেন অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের সদস্যরা। তাঁদের দাবি, এই ঘটনার পিছনে কারা যুক্ত তাঁদের চিহ্নিত করে আইনানুগ পদক্ষেপ করতে হবে।
আরও পড়ুনঃ ঐতিহ্যের কুমোরটুলিতে অবহেলার ছাপ! কীভাবে কাটছে শিল্পীদের দিন? জানলে চোখে জল আসবে!
বিষয়টি নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসকদলও। কেন্দ্রের অধীনে থাকা পিএফ দফতর থেকে কীভাবে এমন ঘটনা ঘটল, সেই নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল। এমনটা হওয়ার কথা নয়। স্বপক্ষে যুক্তি দিলেও ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন জলপাইগুড়ির রিজিওনাল পিএফ কমিশনার পবন বনসল।
advertisement
advertisement
প্রসঙ্গত, জীবিত শ্রমিক কাগজপত্রে মৃত, তুলে নেওয়া হয়েছে তাঁদের পিএফের টাকা। এমন ঘটনা রাজ্যে কার্যত বেনজির। কীভাবে এমনটা ঘটল, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন জলপাইগুড়ির রিজিওনাল পিএফ কমিশনার।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
জীবিত ব্যক্তি কাগজপত্রে মৃত! তুলে নেওয়া হল পিএফের টাকা, তারপর...? চাঞ্চল্যকর ঘটনা রাজ্যে
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement