অল্পসময়েই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাওয়া সহজ হয়েছে। এই সবকিছুর পেছনে কোণঠাঁসা হয়ে পড়ছে বন্যপ্রাণী, সেই তালিকায় আমাদের রাজ্য প্রাণী বাঘরোল।
আরও পড়ুন- ঘন কুয়াশার জের, দিঘা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পর্যটকদের গাড়ি
একের পর এক সড়ক দুর্ঘটনা প্রাণ কেড়েছে বাঘরোল ও অন্যান্য বিলুপ্তপ্রায় প্রাণীর। এ ঘটনা রোধ করতে প্রশাসনের পাশাপাশি পরিবেশ প্রেমী সংগঠন সারা বছরভর কাজ করেও এই মৃত্যু মিছিল কোনওভাবেই ঠেকানো যাচ্ছে না, শনিবার রাত্রে আবারও সড়ক দুর্ঘটনায় আহত বাঘরোল।
advertisement
সচেতন শিবিরের মাধ্যমে সাধারণ মানুষের সচনতা বৃদ্ধির ফলে মানুষের হাত থেকে বন্যপ্রাণ কিছুটা রক্ষা পেলেও সড়ক দুর্ঘটনার হার কমছে না। এর ফলেই চিন্তার ভাঁজ কপালে।
শনিবার আমতা রোডে বাঙালপুরের কাছে একটি স্কুটির ধাক্কায় এক পূর্নবয়স্ক পুরুষ বাঘরোল আহত হয়। বাগনান ১ নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ চন্দ্রনাথ বসু খবর খবর দেন স্থানীয় পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যদের।
দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য ইমন ধাড়া, সুমন পাঠক, তিতাস প্রধান ও অর্নিক ঘোষ। বন বিভাগের কর্মীরা, খবর দেয়া হয়ে বন দফতরে। ধাক্কা লাগার পর আহত বাঘরোলটি রাস্তার পাশে নয়নজলিতে পড়ে যায়, জল থেকে এই শীতে বাঘরোল টি উদ্ধার করতে বেশ বেগ পেতে হয়।
আরও পড়ুন- Murshidabad News: বাংলাদেশে পদক জয়, বহরমপুরে ফিরল খুদে ক্যারাটে চ্যাম্পিয়ন দল
দীর্ঘ চেষ্টার পর বাঘরোলটি উদ্ধার করে গড়চুমুক প্রানী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গতিশীল গাড়ির ধাক্কায় এভাবেই আহত হচ্ছে বন্যপ্রাণ ফলে প্রাণও হারাচ্ছে, এ প্রসঙ্গে পশু প্রেমীদের মত, এ ঘটনা রোধ করতে রাস্তায় পর্যাপ্ত স্পিড ব্রেকার ও সচেতনমূলক পোস্টার প্রয়োজন
রাকেশ মাইতি