ঘন কুয়াশার জের, দিঘা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পর্যটকদের গাড়ি
- Reported by:Sujit Bhoumik
- Published by:Satabdi Adhikary
Last Updated:
দিঘা-নন্দকুমার জাতীয় সড়কের পেট্রোল পাম্পের কাছে আজ এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে ২ মহিলা সহ তিন জন ছিলেন। তাঁরা সকাল সকাল গাড়ি নিয়ে দিঘা যাওয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন। পথে কুয়াশার কারণে হঠাৎ বিপদ।
#কাঁথি: কুয়াশা ঘেরা ভোর দিয়েই শুরু হয়েছিল নববর্ষের প্রথম সকাল। দু হাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যায় না। শীতের আমেজ খানিকটা হলেও গায়ে মেখে নতুন বছরের প্রথম দিনটা আন্দনে, হুল্লোড়ে কাটাতে সকলেই প্রায় ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন আজ। কিন্তু এর মাঝেও দুর্ঘটনা। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে গেল দিঘাগামী পর্যটকদের গাড়ি।
দিঘা-নন্দকুমার জাতীয় সড়কের পেট্রোল পাম্পের কাছে আজ এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে ২ মহিলা সহ তিন জন ছিলেন। তাঁরা সকাল সকাল গাড়ি নিয়ে দিঘা যাওয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন। পথে কুয়াশার কারণে হঠাৎ বিপদ।
advertisement
advertisement
আরও পড়ুন: কুয়াশায় বর্ষবরণ, বছরের প্রথম দিনেই বাড়ল তাপমাত্রা! আবহাওয়ার বড় আপডেট
মূলত, স্থানীয়েরাই আহতদের নয়ানজুলি থেকে উদ্ধার করে নিকটবর্তী হেড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
পরে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হেঁড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে নয়ানজুলি থেকে উদ্ধার করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jan 01, 2023 2:16 PM IST









