সূত্র মারফত জানা গিয়েছে, এদিন সকালে এলাকার একটি দোকানের শাটার খোলা মাত্রই দোকানের কর্মচারী অদ্ভুত এই প্রাণীটি এই দেখতে পায়। দেখতে খানিকটা বিড়ালের মতো দেখতে লাগলেও প্রাণীটির লেজ অনেকটা লম্বা। তা দেখে কিছুটা ভয় পেয়ে যান তিনি। চিৎকার শুরু করলে আশেপাশের মানুষজন ভিড় করেন। তারপরেই তারা বন বিভাগে খবর দেয়। বন বিভাগের পক্ষ থেকে গন্ধগোকুলটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
advertisement
বান্দোয়ানে গন্ধগোকুল উদ্ধার
এ বিষয়ে বান্দোয়ান বন বিভাগের এক আধিকারিক জানান, এলাকার একটি দোকান থেকে গন্ধগোকুলটি উদ্ধার করা হয়েছে। তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। গন্ধগোকুলটি নিরাপদে রয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনাকে ঘিরে বেশ কিছুক্ষণের জন্য আতঙ্কের সৃষ্টি হয় গোটা এলাকায়। ফসলের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে জীবনযাপন করে এরা। গন্ধগোকুল বিড়ালের মতো বন্যাপ্রাণী, যা এশীয় তাল খাটাশ, ভোন্দর, লেনজা, সাইরেল বা গাছ খাটাশ নামেও পরিচিত। মূলত বন জঙ্গলের মধ্যেই বসবাস করে গন্ধগোকুল। লোকালয়ে প্রাণীটিকে দেখে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।






