এমনকি পুলিশকে জানালে ট্রেন থেকে ছেলেকে ফেলে দেওয়া হবে বলেও হুমকি দেয় বৃন্দাবন। ঘটনায় আতঙ্কিত শম্পা মন্ডল সময় নষ্ট না করে কুলতলী থানায় গিয়ে পুরো বিষয়টি জানান। অভিযোগ পাওয়ার পর কুলতলী থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। গঠন করা হয় একটি বিশেষ দল। পুলিশের কৌশলে শম্পার মাধ্যমে বৃন্দাবনকে বোঝানো হয়, তার স্ত্রী ফিরিয়ে দেওয়া হবে, তবে তার আগে খড়গপুর স্টেশনে এসে অপহৃত ছেলেটিকে ফিরিয়ে দিতে হবে।
advertisement
এই পরিকল্পনায় রাজি হন বৃন্দাবন। কিন্তু বারবার হুমকি দিতে থাকে-পুলিশকে জানালে তার ফল ভাল হবে না। তাতেও দমে না গিয়ে কুলতলী থানার পুলিশ ছদ্মবেশে কুলি সেজে পৌঁছে যায় খড়গপুর স্টেশনে। সেখানেই নির্ধারিত সময় মতো বৃন্দাবন পৌঁছায় ওই নাবালককে নিয়ে। এরপরেই তাকে পাকড়াও করে পুলিশ।
ধৃত বৃন্দাবন মন্ডলকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। আদালত তাকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। কুলতলী থানার পুলিশের এই তৎপরতা ও ছকবাজি অপহরণ কাণ্ডে সাফল্যের মুখ দেখিয়েছে। অপহৃত শিশুটিকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়াও সম্ভব হয়েছে।
Suman Saha