TRENDING:

Wife Missing Husband Kidnaps Child: বউ হারিয়ে গেছে বউ! ফিরে পেতে মরিয়া স্বামী তুলে নিল আত্মীয়ার বাচ্চা, পুলিশ নিল ছদ্মবেশ, তারপর

Last Updated:

Wife Missing Husband Kidnaps Child: কুলি সেজে অপহরণকারীকে গ্রেফতার করল কুলতলী থানার পুলিশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কুলতলি: স্ত্রী ঘর ছেড়ে চলে যাওয়ায় তার খোঁজ না পেয়ে অন্য পথে হেঁটেছিলেন বৃন্দাবন মন্ডল। অভিযোগ, স্ত্রীর আত্মীয়া শম্পা মন্ডলের নাবালক ছেলেকে অপহরণ করে অন্ধ্রপ্রদেশে পালিয়ে যান। অপহরণের পর ফোন করে শম্পাকে জানায়-যতক্ষণ না পর্যন্ত তার স্ত্রীকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, ততক্ষণ ওই নাবালককে ছাড়া হবে না।
ছদ্মবেশে আটক
ছদ্মবেশে আটক
advertisement

এমনকি পুলিশকে জানালে ট্রেন থেকে  ছেলেকে ফেলে দেওয়া হবে বলেও হুমকি দেয় বৃন্দাবন। ঘটনায় আতঙ্কিত শম্পা মন্ডল সময় নষ্ট না করে কুলতলী থানায় গিয়ে পুরো বিষয়টি জানান। অভিযোগ পাওয়ার পর কুলতলী থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। গঠন করা হয় একটি বিশেষ দল। পুলিশের কৌশলে শম্পার মাধ্যমে বৃন্দাবনকে বোঝানো হয়, তার স্ত্রী ফিরিয়ে দেওয়া হবে, তবে তার আগে খড়গপুর স্টেশনে এসে অপহৃত ছেলেটিকে ফিরিয়ে দিতে হবে।

advertisement

আরও পড়ুন – How To Boil Perfect Egg: ধবধবে সাদা, কোনও গর্ত থাকবে না, ডিম সিদ্ধ হবে এক্কেবার তুলতুলে নরম, মেশান এই লিকুইড আর সাদা জিনিস

এই পরিকল্পনায় রাজি হন বৃন্দাবন। কিন্তু বারবার হুমকি দিতে থাকে-পুলিশকে জানালে তার ফল ভাল হবে না। তাতেও দমে না গিয়ে কুলতলী থানার পুলিশ ছদ্মবেশে কুলি সেজে পৌঁছে যায় খড়গপুর স্টেশনে। সেখানেই নির্ধারিত সময় মতো বৃন্দাবন পৌঁছায় ওই নাবালককে নিয়ে। এরপরেই তাকে পাকড়াও করে পুলিশ।

advertisement

ধৃত বৃন্দাবন মন্ডলকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। আদালত তাকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। কুলতলী থানার পুলিশের এই তৎপরতা ও ছকবাজি অপহরণ কাণ্ডে সাফল্যের মুখ দেখিয়েছে। অপহৃত শিশুটিকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়াও সম্ভব হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Suman Saha

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Wife Missing Husband Kidnaps Child: বউ হারিয়ে গেছে বউ! ফিরে পেতে মরিয়া স্বামী তুলে নিল আত্মীয়ার বাচ্চা, পুলিশ নিল ছদ্মবেশ, তারপর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল