এই সব আপনি ভাবতেই পারেন। আসলে সবটাই এক সাজানো চিত্রনাট্য। মন্ত্রী-নাট্যকার-অভিনেতা-পরিচালক ব্রাত্য বসুর নতুন সিনেমার শ্যুটিং চলছে বীরভূমে। লাভপুরের পরে, আপাতত তারা রয়েছেন বোলপুরে। সেখানেই মেজদা ওরফে গোপাল ঘোষ চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষকে। এই সিনেমায় দেখা যাবে আর এক বিধায়ক নারায়ণ গোস্বামীকে। আছেন ওপার বাংলার চঞ্চল চৌধুরী।
advertisement
এই সিনেমাতেই এক রাজনৈতিক নেতা গোপাল ঘোষের চরিত্রে অভিনয় করছেন কুণাল। এটি সাম্প্রতিক সময়ে অভিনীত তার দ্বিতীয় ছবি। এই সিনেমাতেই এক রাজনৈতিক নেতা গোপাল ঘোষের চরিত্রে অভিনয় করছেন কুণাল।
এটি সাম্প্রতিক সময়ে অভিনীত তার দ্বিতীয় ছবি। বোলপুরের বাঘপাড়ায় চলছে ব্রাত্য বসুর ‘শেকড়’ সিনেমার শ্যুটিং। সেখানেই আছেন কুণাল-নারায়ণ। সাজিরহাটের নেতা হিসাবে কুণালকে গোপাল ঘোষের ভূমিকায় দেখা যাবে। আমার অনুমতি ছাড়া সাজিরহাটে গাছের একটা পাতাও নড়ে না, তবে আমি পরিচালক ব্রাত্য বসুর অনুমতি ছাড়া বোলপুরে চলি না, বলছেন কুণাল।