Accident: ৫ বন্ধুকে নিয়ে ৪০০-৫০০ মিটার নীচে খাদে গাড়ি! দার্জিলিং থেকে ফেরার পথে মারাত্মক দুর্ঘটনা, মৃত ২ আহত ৩
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:BISWAJIT MISRA
Last Updated:
Accident: দার্জিলিং থেকে ফেরার পথে মারাত্মক দুর্ঘটনা। পথে খাদে পড়ে গেল গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু ২ জনের, আহত ৩
দার্জিলিং: দার্জিলিং থেকে ফেরার পথে মারাত্মক দুর্ঘটনা। পথে খাদে পড়ে গেল গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু ২ জনের, আহত ৩। আহতদের উত্তরবঙ্গ মেডিক্যালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে পাঙ্খাবাড়ির তিনঘুমটিতে। সূত্রের খবর, আহত এবং নিহত সকলেই নকশালবাড়ির বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাহাড়ী বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রায় ৪০০-৫০০ মিটার নীচে খাদে পড়ে যায়। এরপরেই স্থানীয় বাসিন্দা ও পুলিশ উদ্ধারকার্য চালায়। তবে ২ জনকে বাঁচানো যায়নি। মৃতদের নাম রাজেশ পাসোয়ান ও সুমিত সিংহ।
advertisement
advertisement
জানা গিয়েছে, রাত ১টায় বাড়ি থেকে বেরিয়ে পাহাড়ে যায় ৫ বন্ধু। সেখানেই দূর্ঘটনা। মৃত রাজেশ কোটিয়া জোতের ও সুমিত ফুটানি মোড়ের বাসিন্দা। অন্যদিকে জখম রাজ দাস, তারক বিশ্বাস ও করণ ঠাকুর। রাজেশের পরিবারের কান্নার রোল। ভেঙে পড়েছে পরিবার। অন্যদিকে তারক বিশ্বাসের বাড়িতেও কান্না। ছেলে জখম হয়ে চিকিৎসাধীন। রাতে কাজে থেকে ফিরেই বন্ধুর ফোনে চলে যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 18, 2025 1:02 PM IST