Train Fire: ধনতেরাসের সকালেই ট্রেনে ভয়াবহ আগুন! দাউ দাউ করে জ্বলে উঠল কামরা, দিল্লি যাওয়ার পথে গরিব রথ ট্রেনে মারাত্মক কাণ্ড

Last Updated:

Train Fire :ধনতেরাসের সকালেই মারাত্মক ট্রেন দুর্ঘটনা। শনিবার সকালে আগুন লাগল গরিব রথ ট্রেনে।

ধনতেরাসের সকালেই ট্রেনে ভয়াবহ আগুন! দাউ দাউ করে জ্বলে উঠল কামরা, দিল্লি যাওয়ার পথে গরিব রথ ট্রেনে মারাত্মক কাণ্ড
ধনতেরাসের সকালেই ট্রেনে ভয়াবহ আগুন! দাউ দাউ করে জ্বলে উঠল কামরা, দিল্লি যাওয়ার পথে গরিব রথ ট্রেনে মারাত্মক কাণ্ড
পঞ্জাব:  ধনতেরাসের সকালেই মারাত্মক ট্রেন দুর্ঘটনা। শনিবার সকালে আগুন লাগল গরিব রথ ট্রেনে। জানা গিয়েছে, লুধিয়ানা থেকে দিল্লি যাওয়ার পথে ট্রেনটি পঞ্জাবের সরহিন্দ স্টেশনের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ১২২০৪ সংখ‍্যার অমৃতসর-সহরসার একটি কামরায় আগুন লেগে যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে ট্রেনের ১৯ নম্বর কামরায় লেগেছে আগুন। ঘটনায় আহত হয়েছেন বেশ কিছু যাত্রী।
সংবাদমাধ‍্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শর্ট সার্কিট থেকেই লেগেছে এই আগুন। এই ট্রেনে লুধিয়ানার অনেক ব্যবসায়ী ভ্রমণ করছিলেন। কামরায় আগুন লাগার সঙ্গে সঙ্গেই তীব্র আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ‍্যে। লোকো পাইলট তৎপরতা দেখিয়ে ইমার্জেন্সি ব্রেক লাগিয়ে ট্রেনটি তৎক্ষণাৎ থামান, এরপর বগিতে থাকা যাত্রীরা তাদের জিনিসপত্র নিয়ে তৎক্ষণাৎ নেমে পড়েন। হুড়োহুড়ির মধ্যে ট্রেন থেকে নামতে গিয়ে অনেক যাত্রী আহতও হয়েছেন।
advertisement
advertisement
সকাল ৭ টা নাগাদ ঘটেছে আগুন লাগার ঘটনা। খবর পাওয়া মাত্রই রেলওয়ে এবং পুলিশের দলগুলি তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় এক ঘণ্টা লেগে যায়। আগুনে একজন মহিলার পুড়ে যাওয়ার খবরও পাওয়া গিয়েছে। যাত্রীদের মতে, ট্রেনটি সকাল ৭.৩০ টায় সরহিন্দ স্টেশন ক্রস করেছিল। সেই সময় একজন যাত্রী ট্রেনের ১৯ নম্বর বগি থেকে ধোঁয়া উঠতে দেখেন। তিনি তৎক্ষণাৎ চিৎকার করে চেন টেনে দেন। ধোঁয়ার সঙ্গে সঙ্গে আগুনের শিখাও উঠতে শুরু করে, ফলে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।
advertisement
আগুনের খবর পাওয়া মাত্রই রেলওয়ে, ফায়ার ব্রিগেড এবং পুলিশের দলগুলি তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। সেখানে হুড়োহুড়ির মধ্যে যাত্রীরা বগি থেকে নামতে শুরু করেন। এই সময়ে অনেক যাত্রী আহতও হন। তাড়াহুড়োয় কিছু লোকের জিনিসপত্রও বগিতেই রয়ে যায়। ১৯ নম্বর বগিতে আগুন দেখেই আশেপাশের বগির যাত্রীরাও ভয়ে নেমে পড়েন। এই সময়ে ট্রেনে থাকা টিটিই এবং ট্রেনের পাইলটও ঘটনাস্থলে পৌঁছে যান। তারা ঘটনাটির খবর তৎক্ষণাৎ রেলওয়ে কন্ট্রোলকে দেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Train Fire: ধনতেরাসের সকালেই ট্রেনে ভয়াবহ আগুন! দাউ দাউ করে জ্বলে উঠল কামরা, দিল্লি যাওয়ার পথে গরিব রথ ট্রেনে মারাত্মক কাণ্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement