TRENDING:

Bangla Video: বৃষ্টি হলেই জমে যায় জল, বাধ্য হয়ে ঘরছাড়া বেশ কয়েক পরিবার

Last Updated:

Bangla Video: দুদিন টানা বৃষ্টির ফলেও জল জমেছে একাধিক জায়গায়। লাগাতার বৃষ্টির জেরে জল জমার ফলে বর্তমানে ঘর ছেড়েছেন বেশ কয়েকটি পরিবার। আশ্রয় নিয়েছেন এলাকার উঁচু বাড়িতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: ভোট আসে যায়, সমাধান হয়না সমস্যার। অল্প হোক বা ভারী বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পরে এলাকা। জলমগ্ন হয় একাধিক বসত বাড়ি। তবে বার বার স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানালে তার বক্তব্য নিচু জায়গায় জল জমবেই তবে ব্যাপারটা দেখছি। ঘটনাটি নদিয়ার শান্তিপুর হরিপুর মুসলিম পাড়া এলাকার। এলাকাবাসীদের অভিযোগ বৃষ্টি হলেই জমে জল। এলাকার অন্যান্য দিকের সমস্ত জল এই এলাকায় আসার ফলে জল জমে যায় এলাকায়।
advertisement

দুদিন টানা বৃষ্টির ফলেও জল জমেছে একাধিক জায়গায়। লাগাতার বৃষ্টির জেরে জল জমার ফলে বর্তমানে ঘর ছেড়েছেন বেশ কয়েকটি পরিবার। আশ্রয় নিয়েছেন এলাকার উঁচু বাড়িতে। তবে শুধু এই কটি পরিবার নয়, এই জল সমস্যায় মুসলিম পাড়ার প্রায় শতাধিক মানুষ। এলাকাবাসীরা সুউচ্চ রাস্তা এবং নর্দমারদাবি করেছেন। তবে প্রধান বা স্থানীয় পঞ্চায়েত সদস্যকেউই কর্ণপাত করেনি। যার ফলে অল্প বৃষ্টিতেই জল জমে যাচ্ছে এলাকায়।

advertisement

আরও পড়ুন: দিব্যি বাড়িতেই পুষছিলেন, রাস্তা দিয়ে নিয়ে যাওয়াই কাল হল! যা করল বন দফতর…

তবে এই জল শুকোতেও সময় নেয় প্রায় সাত দিন। নোংরা জল পাড়িয়ে ছেলেমেয়েদের বিদ্যালয় যেতে হয়, কেউ অসুস্থ হলে তাঁদের হাসপাতালে নিয়ে যেতে গেলেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত। জমা জলে চলাফেরা করতে করতে পায়ে চর্ম রোগ দেখা দিচ্ছে।

advertisement

View More

যদিও পঞ্চায়েত সদস্যা দাবি করেছেন তার স্বামী গোটা বিষয়টি খতিয়ে দেখে এসেছেন শুধু তাই নয় প্রধানের সঙ্গে আলোচনা হয়েছে এক প্রস্থ। নিকাশি ব্যবস্থা এবং রাস্তার সমস্যা দীর্ঘদিনের তবে এবারে অবশ্যই ব্যবস্থা হবে বলে তিনি জানিয়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla Video: বৃষ্টি হলেই জমে যায় জল, বাধ্য হয়ে ঘরছাড়া বেশ কয়েক পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল