দুদিন টানা বৃষ্টির ফলেও জল জমেছে একাধিক জায়গায়। লাগাতার বৃষ্টির জেরে জল জমার ফলে বর্তমানে ঘর ছেড়েছেন বেশ কয়েকটি পরিবার। আশ্রয় নিয়েছেন এলাকার উঁচু বাড়িতে। তবে শুধু এই কটি পরিবার নয়, এই জল সমস্যায় মুসলিম পাড়ার প্রায় শতাধিক মানুষ। এলাকাবাসীরা সুউচ্চ রাস্তা এবং নর্দমারদাবি করেছেন। তবে প্রধান বা স্থানীয় পঞ্চায়েত সদস্যকেউই কর্ণপাত করেনি। যার ফলে অল্প বৃষ্টিতেই জল জমে যাচ্ছে এলাকায়।
advertisement
আরও পড়ুন: দিব্যি বাড়িতেই পুষছিলেন, রাস্তা দিয়ে নিয়ে যাওয়াই কাল হল! যা করল বন দফতর…
তবে এই জল শুকোতেও সময় নেয় প্রায় সাত দিন। নোংরা জল পাড়িয়ে ছেলেমেয়েদের বিদ্যালয় যেতে হয়, কেউ অসুস্থ হলে তাঁদের হাসপাতালে নিয়ে যেতে গেলেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত। জমা জলে চলাফেরা করতে করতে পায়ে চর্ম রোগ দেখা দিচ্ছে।
যদিও পঞ্চায়েত সদস্যা দাবি করেছেন তার স্বামী গোটা বিষয়টি খতিয়ে দেখে এসেছেন শুধু তাই নয় প্রধানের সঙ্গে আলোচনা হয়েছে এক প্রস্থ। নিকাশি ব্যবস্থা এবং রাস্তার সমস্যা দীর্ঘদিনের তবে এবারে অবশ্যই ব্যবস্থা হবে বলে তিনি জানিয়েছেন।
মৈনাক দেবনাথ