TRENDING:

Tourist Spot: লাখ লাখ পর্যটক যান মুর্শিদাবাদে, সেখানে হোটেলে এমন কাজ! পুলিশ হানা দিয়ে যা দেখল, স্থানীয় লোকজনও অবাক

Last Updated:

Flesh Trade- হোটেল ব্যবসার আড়ালে চলছে দেহ ব্যবসা! গোপন সূত্রে খবর পেয়ে ফের অভিযান চালাল পুলিশ। হল পর্দাফাঁস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: হোটেল ব্যবসার আড়ালে চলছে দেহ ব্যবসা! গোপন সূত্রে খবর পেয়ে ফের অভিযান চালাল পুলিশ। হল পর্দাফাঁস।
পুলিশের জালে তিনজন মহিলা
পুলিশের জালে তিনজন মহিলা
advertisement

বুধবার রাতে মুর্শিদাবাদ শহরের মতিঝিলের বাইপাস রাস্তার পাশেই এক হোটেলে হানা দেয় মুর্শিদাবাদ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে তিন মহিলাকে, যারা বহরমপুরের বাসিন্দা। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তিন মহিলা স্বীকার করেছে হোটেল মালিক তাঁদের এই কাজে যুক্ত হতে বাধ্য করে। গ্রেফতার করা হয়েছে দুজনকে। যাদের মধ্যে রয়েছে দৌলতবাদের বাসিন্দা হোটেল মালিক। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু সরঞ্জাম।

advertisement

লালবাগ এসডিপিও অকোলকর রাকেশ মহাদেব জানিয়েছেন, এটাই বার্তা দেওয়া হচ্ছে যে কোনরকম অসামাজিক কাজকর্ম এখানে চলবেনা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত তদন্ত হবে। কোর্টে পেশ করা হবে ধৃতদের। বার বার হোটেলে অভিযান, মুর্শিদাবাদ শহরে একই ঘটনার পুনরাবৃত্তি কেন?

আরও পড়ুন- সোনার গয়না নিয়ে এ কী কাণ্ড! গ্রেফতার ১, উদ্ধার ৩৮০ গ্রাম সোনার অলংকার

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বেড়ার জালে ছটফট করছে দু'টো হলুদ চোখ! এমন ভয়ানক ঘটনায় এলাকায় আতঙ্ক
আরও দেখুন

এসডিপিও জানিয়েছেন, গত চার পাঁচ মাস ধরে মুর্শিদাবাদ থানা প্রচুর অভিযান চালিয়েছে। ফলে আগে থেকে অসামাজিক কর্মকাণ্ড অনেকটাই কমেছে। বৃহস্পতিবার ধৃতদের লালবাগ কোর্টে তোলা হয়। মুর্শিদাবাদ থানা সূত্রে জানা গেছে, বিগত কয়েক মাসে তালিকা হয়েছে লম্বা। একটি বা দুটি নয়- হয়েছে ২৫ টি মামলা। অভিযান চলছেই, সামনে আসছে অসামাজিক কর্মকাণ্ড। মুর্শিদাবাদ শহর পর্যটকদের শহর। কিন্তু এই শহরেই রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর। আর এই আসরেই হানা দিয়ে তৎপরতায় একের পর মহিলাকে গ্রেফতার করছে। এমনকী হোটেল মালিকদের গ্রেফতার করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tourist Spot: লাখ লাখ পর্যটক যান মুর্শিদাবাদে, সেখানে হোটেলে এমন কাজ! পুলিশ হানা দিয়ে যা দেখল, স্থানীয় লোকজনও অবাক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল