Murshidabad News: সোনার গয়না নিয়ে এ কী কাণ্ড! গ্রেফতার ১, উদ্ধার ৩৮০ গ্রাম সোনার অলংকার

Last Updated:

Murshidabad News: সোনার অলংকার নেওয়ার পরে টাকা চাইলে কিছুক্ষণ তাকে বসিয়ে রাখে।

উদ্ধার হওয়া সোনার অলংকার 
উদ্ধার হওয়া সোনার অলংকার 
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: প্রতারণা করেও শেষ রক্ষা হল না। সোনার অলংকার হাতানোর অভিযোগে গ্রেফতার ১। উদ্ধার হল ৩৮০ গ্রাম সোনার অলংকার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা থানার কিশোরী তলা এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, নওদার কিশোরী তলা এলাকার হাবিব শেখ ওরফে বান্টি নদীয়ার প্রহ্লাদ বিশ্বাস নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে সোনার দোকান আছে বলে প্রতারণা করে। তাকে ডেকে তার কাছ থেকে প্রায় ৩৮০ গ্রাম সোনার অলংকার নেওয়া হয়। সোনার অলংকার নেওয়ার পরে টাকা চাইলে কিছুক্ষণ তাকে বসিয়ে রাখে। বসিয়ে রাখার পর তিনি টাকা দিতে না পারায় পরবর্তীতে নকল সোনা তার বলে তাকে ফিরিয়ে দেওয়া হয় বলেই অভিযোগ।
পরে ওই স্বর্ণ ব্যবসায়ী তিনি বুঝতে পারেন তাকে নকল সোনা দিয়ে প্রতারণা করছে। ওই স্বর্ণ ব্যবসায়ী পরে নওদা থানার পুলিশের আশ্রয় নেয়। এবং লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। লিখিত অভিযোগের ভিত্তিতে নওদা থানার ওসি কাউসার হোসেন মন্ডল সহ তার টিম তদন্তে নেমে ঐ প্রতারক ব্যক্তি হাবিব শেখ ওরফে বান্টিকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে তার হেফাজতে থাকা প্রায় ৩৮০ গ্রাম সোনার অলংকার উদ্ধার করে পুলিশ।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা যায় ধৃত ওই যুবক এর আগেও এই ধরনের প্রতারণার এবং চুরির অভিযোগে বিভিন্ন থানায় গ্রেফতার হয়। এই ঘটনায় বেলডাঙা এসডিপিও ডক্টর উত্তম গড়াই তিনি জানিয়েছেন, নওদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন প্রহ্লাদ বিশ্বাস নামে এক স্বর্ণ ব্যবসায়ী। লিখিত অভিযোগের ভিত্তিতে আমাদের পুলিশ টিম তদন্তে নেমে গ্রেফতার করে এক যুবককে। এবং চুরি এবং চিট হয়ে যাওয়া সোনার অলংকার পুলিশ অতি সক্রিতায় সাত থেকে আট ঘণ্টার মধ্যে উদ্ধার করে ।
advertisement
ধৃত যুবককে আজ বিচারকের কাছে ১০দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হয়। এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: সোনার গয়না নিয়ে এ কী কাণ্ড! গ্রেফতার ১, উদ্ধার ৩৮০ গ্রাম সোনার অলংকার
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement