পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ শহরের সিরাজ উদ দৌল্লাহ্ রোডে একটি হোটেলে হানা দিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। সকলেই নাবালিকা এবং মহিলা। এছাড়াও গ্রেফতার করা হয়েছে হোটেলের ম্যানেজারকে।
পুলিশ সুত্রে এও জানা গিয়েছে, একটি হোটেলে মধুচক্র চলছিল। তার পর সেই হোটেলে অভিযান চালায় মুর্শিদাবাদ এসওজি ও লালবাগ থানার পুলিশ যৌথভাবে। সেখান থেকে হোটেল নাবালিকা ও মহিলা, দুই উপভোক্তা, হোটেলের পরিচালক-সহ হোটেল ম্যানেজারকে মধুচক্রের অভিযোগে আটক করে পুলিশ।
advertisement
পুলিশের জেরায় মহিলারা প্রতারণা করে এখানে নিয়ে আসে। এর পর হোটেল মালিক জোরপূর্বক হোটেলে আটকে রেখে তাদের দিয়ে মধুচক্রের কাজ করাচ্ছে। তার পর হোটেল ম্যানেজার-সহ নাবালিকা, মহিলা-সহ মোট ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন- ১৫ ওভারের পর আর ভারত-পাকিস্তান ম্যাচ দেখেননি সৌরভ! জানালেন বড়সড় কারণ
বেশ কিছু দিন ধরেই মুর্শিদাবাদ শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ। উদ্ধার হচ্ছে মধুচক্রের আসর থেকে মহিলা পুরুষ উভয়েই। যদিও শহরবাসীর দাবি, পর্যটকদের শহর বলে পরিচিতি থাকলেও এখানে অসামাজিক কাজকর্ম চলত। তবে পুলিশি সক্রিয় হওয়ার ফলে শহরের অসামাজিক কাজকর্ম কমবে বলেই দাবি শহরবাসীর। দুর্গাপুজোর সময় পর্যটকরা এলে এই অসামাজিক কাজকর্ম সম্মুখীন হতে হবে না বলেই দাবি করেছেন শহরবাসী।