হুগলির লক্ষণপুরের এক মাছ শিকারির ঘুনিতে শাঁখামুটি সাপটি আটকে পড়ে। মাছ শিকারী এবং স্থানীয় মানুষ ওই সাপকে প্রাণে মারতে ঘুনি জল থেকে ডাঙায় তোলে। প্রায় ৬ ফিট লম্বা সাপটিকে ডাঙায় তুলতে মানুষের ভিড় জমে। সাপটি ঘুনি থেকে বের করে মেরে ফেলার চেষ্টা চালান অনেকে।
আরও পড়ুন- এমার্জেন্সিতে হাজির, হাসপাতালে তো এলেন কিন্তু হাতের বয়ামে ও কী রাখা, তোলপাড়
advertisement
সেই সময়ের ঘটনাস্থলে হাজির হন মদনবাবু। তিনি দেখামাত্রই স্থানীয় মানুষদের অনুরোধ করেন, সাপটিকে প্রাণে না মেরে ছেড়ে দেওয়া হোক। সে কথায় অনেকে রাজি হননি। তাই তিনি সাপটি বন দফতরের হাতে তুলে দেওয়ার কথা জানালে সাপটি তাঁর হাতে তুলে দেন স্থানীয় মানুষ। হুগলির লক্ষণপুর থকে এই সাপের প্রাণ বাঁচাতে ব্যবসায়ী মদন পাত্র নিয়ে আসেন হাওড়ার জগৎবল্লভপুর থানা সংলগ্ন এলাকায়। সেখানে এসে বন দফতরের সঙ্গে যোগাযোগ করেন। কিছুক্ষণ পর বন দফতরের কর্মীরা হাজির হলে তাদের হাতে তুলে দেন।
আরও পড়ুন- ৫০ কিমি গতিতে ঝোড়ো হাওয়ায় ওলটপালট, আকাশ ফালাফালা করে বিদ্যুতের দাপট, ঝড়-বৃষ্টির দাপট
উদ্ধারকারী মদন পাত্র জানান, এর আগেও সাপ কচ্ছপ এবং গন্ধগোকুলের মতো প্রাণীদের উদ্ধার করে বন দফতরে তুলে দিয়েছেন। তিনি মনে করেন, দেশের প্রতিটি মানুষের বন্যপ্রাণীদের জীবন রক্ষায় এমন দায়িত্ব পালন করা উচিত। তাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। তিনি আরও বলেন, পশু পাখি জীবজন্তু বেঁচে থাকলে তবেই মানুষ টিকে থাকবে।
রাকেশ মাইতি