TRENDING:

Farming Tips: ধান চাষে নতুন আশার আলো! বাদশাভোগ ফলিয়ে লাভবান এগরার চাষিরা, সুগন্ধে ম ম করছে গ্রামবাংলা

Last Updated:

Badshabhog Paddy: ধান চাষে নতুন আশার আলো। আউশ, আমন, বোরো ধানের পাশাপাশি এগরার চাষিরা এখন চাষ করছেন সুগন্ধি বাদশাভোগ ধান। বাজারে দারুণ চাহিদার ফলে লাভবান হচ্ছেন কৃষকরা। বাদশাভোগের সুগন্ধে ম ম করছে গ্রামবাংলা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এগর, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: পূর্ব মেদিনীপুর জেলার এগরার চাষিরা এখন এক নতুন আশার আলো দেখছেন। আউশ, আমন, বোরো ধানের পাশাপাশি তারা এখন চাষ করছেন সুগন্ধি বাদশাভোগ ধান। এই সুগন্ধি ধান বর্তমানে অনুষ্ঠান বাড়ির‌ পাশাপাশি গৃহস্থের ঘরেও ব্যাপক চাহিদা তৈরি করেছে। ফলে সুগন্ধি বাদশাভোগ চাষ করে লাভবান হচ্ছেন এগরার কৃষকরা। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি প্রযুক্তি পরিচালন সংস্থা ‘আত্মা’ (ATMA)-র উদ্যোগে এই বাদশাভোগ ধান চাষের প্রচলন ক্রমশ জনপ্রিয় হচ্ছে। আধুনিক কৃষি প্রযুক্তির সাহায্যে চাষিরা কম খরচে বেশি লাভের পথ খুঁজে পাচ্ছেন।
advertisement

এগরা এক নম্বর ব্লকের মহাবিশ্রা গ্রামের চাষি দীপক মাইতি এই প্রকল্পের সফল উদাহরণ। তিনি আত্মা প্রকল্পের মাধ্যমে বাদশাভোগ ধানের চাষ শুরু করেছিলেন। এবছর তার ভালই ফলন হয়েছে। দীপকবাবুর মতো আরও অনেক কৃষক এই চাষে আগ্রহ দেখাচ্ছেন। কৃষি দফতরের মতে, এই ধান কম জমিতেও চাষ করা সম্ভব এবং তুলনামূলকভাবে রোগপোকা প্রতিরোধ ক্ষমতা বেশি। ফলনও বেশ ভাল হয়। যার ফলে কৃষকরা বাজারে ভাল দামে বিক্রি করতে পারছেন।

advertisement

আরও পড়ুনঃ  সাক্ষাৎ বিশ্বকর্মা! হাতের স্পর্শে অবলীলায় সাইকেল, ভ্যান, রিকশা সারাই করছেন! দৃষ্টিহীন কৃষ্ণধন শান্তিপুরের ‘অন্ধের যষ্টি’

এই উদ্যোগকে আরও সম্প্রসারিত করতে এগরা এক নম্বর ব্লক কৃষি দফতরের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। মহাবিশ্রা বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ শিবিরে কৃষি বিশেষজ্ঞরা বাদশাভোগ ধানের চাষপদ্ধতি, ফসল তোলার সঠিক সময়, সংরক্ষণ পদ্ধতি এবং বিপণন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

advertisement

View More

আরও পড়ুনঃ নিখোঁজের দু’দিন পর পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার দেহ, মালদহে যুবকের মৃত্যু ঘিরে রহস্য

উপস্থিত কৃষকদের জানানো হয়, কীভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়ান যায় এবং একই সঙ্গে মাটির উর্বরতাও বজায় রাখা যায়। কৃষি দফতরের আধিকারিকদের মতে, বাদশাভোগ ধান চাষে কৃষকেরা এখন অনেকটাই আত্মনির্ভর হয়ে উঠছেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
আয়ুষের জন্যই গর্বিত অশোকনগর, সুরের জাদুতে কাঁপাচ্ছে জনপ্রিয় রিয়েলিটি শো এর মঞ্চ
আরও দেখুন

এই মরশুমে এটি ছিল শেষ প্রশিক্ষণ কর্মসূচি। যারা বাদশাভোগ ধানের চাষ করেছেন, তাদের ফসল কাটার আগে শেষ মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ দিক শেখাতেই এই শিবিরের আয়োজন করা হয়েছিল। এছাড়াও অন্যান্য কৃষকদেরও বাদশাভোগ ধানের লাভজনক দিক সম্পর্কে অবগত করা হয়, যাতে ভবিষ্যতে আরও বেশি সংখ্যক চাষি এই ধান চাষে অংশগ্রহণ করেন। ধীরে ধীরে পূর্ব মেদিনীপুর জুড়ে ছড়িয়ে পড়ছে এই ধানের সুগন্ধ। লাভবান হচ্ছেন কৃষকরাও।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Farming Tips: ধান চাষে নতুন আশার আলো! বাদশাভোগ ফলিয়ে লাভবান এগরার চাষিরা, সুগন্ধে ম ম করছে গ্রামবাংলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল