TRENDING:

What Is Raksha Orange: সুন্দরবনের উপকূলে শুরু হল কড়া নজরদারি! উপকূল রক্ষী বাহিনীর 'কমলা সুরক্ষা', জানেন কমলা সুরক্ষা ঠিক কী

Last Updated:

What Is Raksha Orange: সাম্প্রতিক পরিস্থিতিতে সুন্দরবনের উপকূলীয় এলাকায় শুরু হল কড়া নজরদারি। ইতিমধ্যে সুন্দরবনের জলপথে কয়েকগুণ নিরাপত্তা বাড়ানো

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: সাম্প্রতিক পরিস্থিতিতে সুন্দরবনের উপকূলীয় এলাকায় শুরু হল কড়া নজরদারি। ইতিমধ্যে সুন্দরবনের জলপথে কয়েকগুণ নিরাপত্তা বাড়ানো হয়েছে।
advertisement

ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর পক্ষে ‘কমলা সুরক্ষা’-র (Raksha Orange) অঙ্গ হিসেবে সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ থানার পুলিশ ও ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ফ্রেজারগঞ্জ ঘাঁটির জওয়ানরা নদী ও সমুদ্রে যৌথ টহলদারি চালাচ্ছে।

ফ্রেজারগঞ্জ থানার এফআইবি দিয়ে মোহনা, স্থানীয় ফেরিঘাট ও সমুদ্রপথে দীর্ঘক্ষণ ধরে চলছে এই নজরদারি। নজরদারি চালানোর সময় নদী ও মোহনাতে সন্দেহজনক কোন নৌকা বা জলযান দেখলে জিজ্ঞেসাবাদ চালানো হচ্ছে। ইতিমধ্যে সুন্দরবনের সব উপকূল থানাকে সতর্ক করা হয়েছে।

advertisement

আরও পড়ুন – Bangladesh and Pakistan: মুখেই পাকিস্তানের পাশে আছি-র বুলি, ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়তেই পিএসএল থেকে ক্রিকেটারদের নিয়ে যা করল বাংলাদেশ…

View More

উল্লেখ্য দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের জল সীমানা প্রায় ১৫০ কিলোমিটার। এই পথে অনুপ্রবেশ ঠেকাতে নদী ও বনভূমি এলাকায় বিএসএফ মোতায়েন আছে। ভাসমান বর্ডার আউটপোস্ট, বঙ্গোপসাগর অংশে উপকূলরক্ষী বাহিনীর নজরদারি চলছে।

advertisement

ড্রোন, সেন্সর, ক্যামেরা, কিছু জায়গায় নাইট ভিশন ক্যামেরাও ব্যবহার হচ্ছে। পুলিশের তরফেও উপকূল এলাকায় দিনরাত নজরদারি চলছে। উপকূলীয় থানাগুলির পক্ষ থেকে নদীপথে রাতেও নিয়মিত টহল দেওয়া হচ্ছে।

নদী বা সমুদ্রে এখন মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। ফলে মৎস্যজীবীদের জলযান চলাচলের কথা নয়। সেজন্য জলযান দেখলেই তল্লাশি চলছে। বাংলাদেশি জাহাজেও পুলিশি তল্লাশি চলছে।

advertisement

আগেও উপকূলবর্তী এলাকায় পুলিশি নজরদারি চলত। এখন বাড়তি জোর দেওয়া হচ্ছে। দু’বেলা নদী এবং স্থলপথে পুলিশি টহল বৃদ্ধি পেয়েছে। নাকা তল্লাশি চলছে। সব মিলিয়ে এই মুহূর্তে উপকূলে নিশ্ছিদ্র নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছে প্রশাসন।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

Nawab Mullick

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
What Is Raksha Orange: সুন্দরবনের উপকূলে শুরু হল কড়া নজরদারি! উপকূল রক্ষী বাহিনীর 'কমলা সুরক্ষা', জানেন কমলা সুরক্ষা ঠিক কী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল