বর্ধমান রাজ প্রতিষ্ঠিত সর্বমঙ্গলা মন্দির। নিত্যপুজো হয় মন্দিরে। প্রতিদিন অন্নভোগ নিবেদন করা হয়। সেই ঐতিহ্যবাহী সর্বমঙ্গলা মন্দির চত্বরে নেশার আসর বসার অভিযোগ কয়েক মাস আগে থেকেই শোনা যাচ্ছিল। এবার সেই অভিযোগ তুললেন স্থানীয় পৌর কাউন্সিলর স্বীকৃতি হাজরা। সংবাদ মাধ্যমের কাছে তিনি জানান, রাতে মন্দিরের গেটের সামনে বসে বহিরাগত কিছু ব্যক্তি মদ্যপান করছেন।
advertisement
সিসি ক্যামেরায় এমন দৃশ্য ধরা পড়েছে। বিষয়টি তিনি মৌখিক ভাবে থানা এবং জেলা প্রশাসনকে জানিয়েছেন বলে দাবি তাঁর। গত শনিবার রাতেই সর্বমঙ্গলা মন্দিরের বাইরে বসে নেশা করার অভিযোগ উঠেছিল। সেই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। বাইরে থেকে আসা কয়েকজন ব্যক্তি সেখানে প্রকাশ্যে মদ্যপান করছিলেন বলে অভিযোগ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ গিয়ে কয়েক জনকে আটক করে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই ধরণের ঘটনা মন্দিরের পবিত্রতা নষ্ট করছে। এই ঘটনার পুনরাবৃত্তি আটকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিক প্রশাসন।
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময়…! কর্কট রাশিতে বুধের গমনে কপাল পুড়বে ৪ রাশির, বিরাট আর্থিক ক্ষতি, জীবন উথাল-পাথাল
বর্ধমান পৌরসভার স্হানীয় কাউন্সিলর স্বীকৃতি হাজরা বলেন, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মন্দিরের মূল দ্বারের সামনে প্রায় রাতেই অনেকে মদ এবং মাংস নিয়ে আসর বসাচ্ছেন। মন্দির সংলগ্ন এলাকায় রাতের দিকে রান্না করা মাংস বিক্রি বন্ধ করা হলেও কয়েকজন এই কাজ এখনও করছেন বলে অভিযোগ। পুলিশ রাতে নিয়মিত অভিযান চালিয়ে এই দুষ্কর্ম বন্ধ করুক। সর্বমঙ্গলা মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য সঞ্জয় ঘোষ বলেন, এই ধরণের ঘটনা কখনওই কাম্য নয়। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। ওই এলাকায় নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বর্ধমান থানার পুলিশ।