রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের সবং কৃষক বাজারে সবং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রি মানস ভূঁইয়া, পিংলার বিধায়ক অজিত মাইতি-সহ ঘাটাল সাংগঠনিক জেলার নেতৃত্ব ও বিধায়করা। মঞ্চে বক্তব্য রাখতে গিয়েই মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া বিজেপিকে উদ্দেশ্য করে তোপ দাগেন।
advertisement
ভরা সভার মঞ্চ থেকে মন্ত্রী বলেন, উত্তরবঙ্গে বিপর্যয় মোকাবিলায় বিজেপি কী করেছে? এক টাকাও দেয়নি৷ মমতা বন্দ্যোপাধ্যায় আবার উত্তরবঙ্গে গিয়েছেন। সেচ দফতরের বড় বড় ইঞ্জিনিয়াররা গিয়েছেন। পাশাপাশি একাধিক বিষয় নিয়ে তিনি এদিন মঞ্চে বক্তব্য রাখেন। সবংয়ের মানুষজনকে তৃণমূলের পাশে থাকার আবেদন জানান।
অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মন্ত্রী উদার কণ্ঠে বললেন, ‘বাড়িতে তৃণমূলের পতাকা বাঁধুন। নিজেকে পরিচয় দিন, আমি গর্বিত তৃণমূল কর্মী। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক’। বিজেপিকে ঠেস দিয়ে তিনি আরও বলেন, ভুটানের ৭২টা নদী উত্তরবঙ্গকে গিলে খেয়েছে। সাফ করে দিয়েছে ৪ ঘণ্টার প্লাবনে। কত মানুষের প্রাণ গিয়েছে। দিল্লি নীরব। বাংলায় বিপর্যয় হয়েছে এখনও অবধি দিল্লি তা ঘোষণা পর্যন্ত করেনি’।