TRENDING:

Manas Bhunia: 'উত্তরবঙ্গের দুর্যোগ মোকাবিলায় বিজেপি কী করেছে? এক টাকাও...'! ভরা মঞ্চে দাঁড়িয়ে কেন্দ্রকে তোপ মন্ত্রী মানস ভূঁইয়ার

Last Updated:

Manas Bhunia Slams BJP: উত্তরবঙ্গে বিপর্যয় মোকাবিলায় বিজেপি কী করেছে? এক টাকাও দেয়নি৷ মমতা বন্দ্যোপাধ্যায় ফের উত্তরবঙ্গে গিয়েছেন। সেচ দফতরের বড় বড় ইঞ্জিনিয়াররা গিয়েছেন। সবংয়ে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে দিল্লির উদ্দেশে তোপ দাগলেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সবং, পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালি: সবংয়ে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান থেকে বিরোধীদের তোপ দাগলেন সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। উত্তরবঙ্গের দুর্যোগ মোকাবিলায় বিজেপি কী করেছে?  প্রশ্ন তুললেন মমতার মন্ত্রী।
সবংয়ে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে মন্ত্রী মানস ভুঁইয়া
সবংয়ে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে মন্ত্রী মানস ভুঁইয়া
advertisement

রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের সবং কৃষক বাজারে সবং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রি মানস ভূঁইয়া, পিংলার বিধায়ক অজিত মাইতি-সহ ঘাটাল সাংগঠনিক জেলার নেতৃত্ব ও বিধায়করা। মঞ্চে বক্তব্য রাখতে গিয়েই মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া বিজেপিকে উদ্দেশ্য করে তোপ দাগেন।

advertisement

আরও পড়ুনঃ উত্তরবঙ্গের দুর্যোগ পরিস্থিতি সাহসিকতার সঙ্গে জয়! ৮ জন ফাইটারকে পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী, রিভিউ মিটিংয়ের মঞ্চে সম্মানিত

ভরা সভার মঞ্চ থেকে মন্ত্রী বলেন, উত্তরবঙ্গে বিপর্যয় মোকাবিলায় বিজেপি কী করেছে? এক টাকাও দেয়নি৷ মমতা বন্দ্যোপাধ্যায় আবার উত্তরবঙ্গে গিয়েছেন। সেচ দফতরের বড় বড় ইঞ্জিনিয়াররা গিয়েছেন। পাশাপাশি একাধিক বিষয় নিয়ে তিনি এদিন মঞ্চে বক্তব্য রাখেন। সবংয়ের মানুষজনকে তৃণমূলের পাশে থাকার আবেদন জানান।

advertisement

আরও পড়ুনঃ আজব কাণ্ড! মাংস কিনতে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির পড়ুয়া, বাড়ি থেকে ৫৩ কিমি দূরে…! পান্ডুয়ার ঘটনা শুনলে অবাক হবেন

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলার ছেলে প্রাণ দিলেন দেশের জন্য! ঘরে ফিরলেন জওয়ান
আরও দেখুন

অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মন্ত্রী উদার কণ্ঠে বললেন, ‘বাড়িতে তৃণমূলের পতাকা বাঁধুন। নিজেকে পরিচয় দিন, আমি গর্বিত তৃণমূল কর্মী। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক’। বিজেপিকে ঠেস দিয়ে তিনি আরও বলেন, ভুটানের ৭২টা নদী উত্তরবঙ্গকে গিলে খেয়েছে। সাফ করে দিয়েছে ৪ ঘণ্টার প্লাবনে। কত মানুষের প্রাণ গিয়েছে। দিল্লি নীরব। বাংলায় বিপর্যয় হয়েছে এখনও অবধি দিল্লি তা ঘোষণা পর্যন্ত করেনি’।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Manas Bhunia: 'উত্তরবঙ্গের দুর্যোগ মোকাবিলায় বিজেপি কী করেছে? এক টাকাও...'! ভরা মঞ্চে দাঁড়িয়ে কেন্দ্রকে তোপ মন্ত্রী মানস ভূঁইয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল