আজব কাণ্ড! মাংস কিনতে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির পড়ুয়া, বাড়ি থেকে ৫৩ কিমি দূরে...! পান্ডুয়ার ঘটনা শুনলে অবাক হবেন

Last Updated:

Hooghly Missing Teenager: পরিবারের সকলের সঙ্গে দুপুরে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ার পরিকল্পনা করে সকালে বাড়ি থেকে মাংস কিনতে বেরিয়ে নিখোঁজ হয় হুগলির পান্ডুয়ার অষ্টম শ্রেণির পড়ুয়া। বাড়ি থেকে প্রায় ৫৩ কিমি দূরে বর্ধমান থেকে কিশোরকে উদ্ধার করে পুলিশ।

পান্ডুয়ার নিখোঁজ কিশোরের খোঁজ মিলল বর্ধমানে
পান্ডুয়ার নিখোঁজ কিশোরের খোঁজ মিলল বর্ধমানে
বর্ধমান, পূর্ব বর্ধমান, সায়নী সরকার: বাড়ি থেকে মাংস কিনতে বেরিয়ে নিখোঁজ কিশোর। ৫৩ কিমি দূরে বর্ধমান থেকে উদ্ধার করা হল ওই কিশোরকে। পরিবারের সকলের সঙ্গে দুপুরে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ার পরিকল্পনা করে সকালে বাড়ি থেকে মাংস কিনতে বেরিয়ে নিখোঁজ হয় অষ্টম শ্রেণির পড়ুয়া। বাড়ি থেকে প্রায় ৫৩ কিমি দূরে বর্ধমান থেকে উদ্ধার করা হয় কিশোরকে।
‘পুলিশ কাকুদের’ সাহায্যে বাড়ি ফিরল কিশোর। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অষ্টম শ্রেণির পড়ুয়া হুগলির পান্ডুয়া এলাকার বাসিন্দা মহম্মদ শাহারুল হোসেন। শনিবার সকালে শাহারুল মাংস কিনতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। কিন্তু সকাল গড়িয়ে সন্ধ্যা হলে গেলেও ছেলে বাড়ি না ফেরায় দুশ্চিন্তা শুরু হয় পরিবারের।
advertisement
আরও পড়ুনঃ বামনি ফলসে স্নান করতে নেমে মর্মান্তিক কাণ্ড! আনন্দ ফূর্তির মাঝেই যুবক…! অযোধ্যা পাহাড়ে চাঞ্চল্য
এরপর বিভিন্ন জায়গায় ছেলের খোঁজখবর নিয়েও তার কোন সন্ধান না পাওয়ায় পান্ডুয়া থানার দ্বারস্থ হয় পরিবার। জেলা জুড়ে তল্লাশি শুরু করে হুগলির গ্রামীণ পুলিশ। অ্যালার্ট করা হয় পাশ্ববর্তী জেলা পুলিশকেও। এদিকে শাহারুল চলে আসে বর্ধমানে। বর্ধমানে আসার পর জায়গা বুঝতে না পেরে বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকায় কর্তব্যরত এক পুলিশকর্মীকে শাহারুল জিজ্ঞাসা করে ‘পুলিশকাকু এটা কোন জায়গা?’ কর্তব্যরত পুলিশকর্মীর সন্দেহ হওয়ায় তিনি উলটে শাহারুলকে তার নাম ও ঠিকানা জিজ্ঞাসা করতেই শাহারুল পুরো ঘটনার কথা তাঁকে জানায়। এরপরই পুলিশকর্মী শাহারুলকে বর্ধমান থানায় নিয়ে আসেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দুর্যোগের সাতদিন পরেও বাড়ি ফেরা হচ্ছে না, দুর্গতদের ঠাঁই তাঁবুতেই! আর কত দিন…! কী অবস্থায় জলঢাকা পাড়ের গ্রামগুলো?
বর্ধমান থানার তরফে যোগাযোগ করা হয় পান্ডুয়া থানায়। ছবিও পাঠানো হয় পান্ডুয়ায়। এরপর শাহারুলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পান্ডুয়া থানা। অবশেষে শনিবার রাতে বর্ধমান থানা থেকে শাহারুলকে নিয়ে যায় পরিবার।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শাহারুলের দাদা জামিনুল রহমান জানান, ‘মাংস কিনতে যাওয়ার নাম করে শনিবার সকালেই বাড়ি থেকে বেরিয়েছিল শাহারুল। কোনভাবে বর্ধমানে চলে আসে সে। জায়গা বুঝতে না পেরে কর্তব্যরত পুলিশকর্মীর দ্বারস্থ হয় এবং তাঁর কাছেই জানতে চাই এটি কোন জায়গা। তারপরে সেই পুলিশকর্মী তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং এখান থেকে যোগাযোগ করা হয় পান্ডুয়া থানায়। পান্ডুয়া থানা আমাদের সঙে যোগাযোগ করে এবং বর্ধমানে এসে আমরা ভাইকে ফিরে পাই। কিন্তু কীভাবে সেখানে সে পৌঁছাল তা কিছুই এখনও জানতে পারিনি। ভাইকে পাওয়া গিয়েছে এতেই আমরা খুশি, ধন্যবাদ পুলিশকে’।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আজব কাণ্ড! মাংস কিনতে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির পড়ুয়া, বাড়ি থেকে ৫৩ কিমি দূরে...! পান্ডুয়ার ঘটনা শুনলে অবাক হবেন
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement